শিরোনাম
◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, আহত ৪ 

লিয়াকত হোসেন, মধুপুর (টাঙ্গাইল): [২] টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে ১ জন নিহত ও অপর ৪জন গুরুতর আহত হয়েছেন। ১৫ জুলাই সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

[৩]  এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মির্জাপুরের মৃত শুকুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৬৫), আতহরা হলেন, নিহতের  স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ভাইয়ের বউ সেলিনা (৩৩), ভাইয়ের ছেলে সিফাত (৫), জামুরিয়া গ্রামের আজগরের ছেলে আবুল কালাম (৩৫) আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৪] স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিক্সাটি মধুপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলস ঢাকা বাইপেল-জামালপুর নামক  (ঢাকা মেট্টো-ব-১২-১৯৪১) বাসটি জামালপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাস ও সিএনজি মধুপুর-জামালপুর আঞ্চলিক  মহাসড়কের গোলাবাড়ী (তাহের কনস্ট্রাকশন) এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। 

[৫] এ ঘটনায় ক্ষু্দ্ধ হয়ে স্থানীয়রা মধুপুর ও ধনবাড়ী আঞ্চলিক মহাসড়ক এক ঘন্টা ব্যাপি অবোরধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। 
 
[৬] মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়