শিরোনাম
◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত মেট্রোয়  ‘আজ কি রাত’, সমস্ত যাত্রীদের নজর কেড়ে নিয়েছেন তরুণী (ভিডিও)

মনিরুল ইসলাম  ঃ  চলন্ত মেট্রোয় জনপ্রিয় হিন্দি গানের তালে নেচে চলেছেন তরুণী। উপস্থিত সমস্ত যাত্রীদের নজর কেড়ে নিয়েছেন তরুণীই। ‘স্ত্রী’ সিনেমার ‘আজ কি রাত’ গানের তালে উদ্দাম নেচে মেট্রোয় ঝ়ড় তুললেন সহেলি রুদ্র নামের এক নেটজন। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর নাচের এই ভিডিওটি প্রকাশ করেছেন যা দেখে হইচই পড়েছে সমাজমাধ্যমে। 

ভিডিওটি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি পোস্ট করার সময় তিনি লিখেছেন, ‘‘অন পাবলিক ডিমান্ড’’!

রোববার  ২৯ সেপ্টেম্বর দুপুরে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনের এক প্রতিবেদন থেকে এ তথ্যটি জানা যায়।।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে  দেখা যায় একটি সাদা রঙের টপ ও হালফ্যাশনের ছেঁড়াফাটা জিন্‌স পরে ওই তরুণী মেট্রোর কামরায় উঠে ভিডিয়ো তুলছেন। গানটির ‘সিগনেচার স্টেপ’কে নকল করে নাচতে দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। যা দেখে মেট্রোর যাত্রীরা থমকে গিয়েছেন। কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী তরুণীর এই নাচের ও সাহসিকতার প্রশংসা করেছেন। আবার কয়েক জন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভাবে মেট্রোয় নাচের ভিডিয়ো করার জন্য নিন্দা করেছেন। 

এক জন মন্তব্য করেছেন, ‘মানুষ তাদের স্থান, বোধ হারাচ্ছে; মেট্রোর কামরা নাচের জন্য সঠিক জায়গা নয়।

আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ কিন্তু ভুল মঞ্চে প্রদর্শিত হয়েছে। ‌এত সমালোচনা সত্ত্বেও ভিডিওটি ১০  লক্ষ বার দেখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়