শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ে কাজ করছে: পলক

মাজহারুল মিচেল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বিপিও (বিজনেস প্রসেসিং আউটসোর্সিং) সামিট বাংলাদেশ-২০২৩ বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তিনি বলেন ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে কর্মসংস্থানের এই ক্ষেত্রগুলো ছিল না। প্রতিমন্ত্রী পলক আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার ও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় পরিকল্পনা নিয়ে ২০১০ সালে আইসিটি বিষয়টিকে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করান। আমাদের ছেলে-মেয়েদের অবশ্যই কম্পিউটার শিক্ষায় পড়াতে হবে। সামনে ১ লাখ ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে। সেখানে আইটি ট্রেনিংসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠাবান হতে হবে।

‘বিশ্বের অনেক উন্নত দেশ করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দিশেহারা হয়ে গেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সমৃদ্ধির পথে। এই অগ্রযাত্রায় বর্তমানের তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত, সাহসী, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জনগণের সেবক হিসেবে সততা, দূরদর্শিতা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল ডিজিটাল দেশে রূপান্তর করেছেন। এখন আমাদের গন্তব্য স্মার্ট বাংলাদেশ এর পথে। স্মার্ট বাংলাদেশ গড়বে আমাদের তারুণ্যের শক্তি। এ জন্য তথ্য প্রযুক্তির অবারিত সব খাতকে ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে।’

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডার ও মেন্টর ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নাজনীন নাহার, ই-ক্যাব’র সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়