শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অব্যবহৃত ডাটা-টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে সমন্বয়ের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

মাজহার মিচেল: বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। 

এ সময় সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী এবং বিটিআরসি থেকে গ্রাহকদের অব্যবহৃত ডাটা ফেরত দিয়ে নতুন প্যাকেজের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি কোন মোবাইল অপারেটর। সমন্বিত ডাটা ও টকটাইমের ব্যালেন্স শিট মেসেজ করে গ্রাহকদের জানানোরও আহ্বান জানান তিনি। এছাড়াও সকল বান্ডেল প্যাকেজ বাতিল করে গ্রাহকদের ইচ্ছামত প্যাকেজ বানানোর স্বাধীনতা দেয়ারও তিনি দাবি জানান।

মহিউদ্দীন আহমেদ আরো বলেন, আমরা লক্ষ্য করছি, অপারেটরের কতিপয় কর্মকর্তা কর্মচারির সিন্ডিকেটের কারণে গ্রাহক প্রিমিয়াম সিরিজের সিম কিনতে পারছেন না। গ্রাহক কাষ্টমার কেয়ারে সিম কিনতে গেলে জানানো হয়, এমন সিরিজের সিম তাদের কাছে ষ্টকে নেই। অথচ, অনলাইনে তাদের তৈরি বিভিন্ন গ্রুপে এ্যাড দিয়ে তা বিক্রি করে থাকেন তারা। যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এবং বিটিআরসি এর নির্দেশনার পরিপন্থী। পাশাপাশি অনেক গ্রাহক এভাবে অনলাইনে সিম কিনতে গিয়ে প্রতারিতও হয়ে থাকেন। এ সকল কালোবাজারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়