শিরোনাম
◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্যোক্তাদের উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে পলকের আহবান

বক্ততাকালে জুনাইদ আহমেদ পলক

মাজহার মিচেল: রাজধানীর একটি হোটেলে রোববার (১৯ মার্চ) ‘ঢাকা সম্মেলন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য তরুণদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা।

সংকল্প ফোরামের উদ্দোগে আয়োজিত তরুণ উদ্যোগক্তাদের এ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সবাই মিলে এমন এক সমাজ ও দেশ গড়তে হবে, যার মাধ্যমে উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, উদ্ভাবন, উদ্যোক্তা ও স্টার্ট-আপ ইকোসিস্টেম গড়ে তুলতে দেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের অথবা কাছাকাছি এলাকাতে ১২টি নলেজ পার্ক প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানান। বৈঠকে ২০৩০ সালের মধ্যে ১০০০ উদ্যোক্তাকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন ইন্টেলক্যাপ ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া। 

অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত গুরুজিৎ সিং, ইন্টেলক্যাপ এর ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া, এবিএফআরএল সিএসও নরেশ তাইগি, ইউসিবিএল ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ কাদরী, এসবিকে এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, স্টার্টআপ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও ইন্টেলক্যাপ পরিচালক ভিঙ্কেট কোটামা রাজু। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়