শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:১১ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনীয়তা রক্ষায় গুগল-ফেসবুকের ৩ সেটিংস এখনই বন্ধ করুন

স্মার্টফোন আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক সময় আমরা অজান্তেই আমাদের ব্যক্তিগত তথ্য—যেমন অবস্থান, কথোপকথন, সার্চ হিস্ট্রি ও অনলাইন কার্যকলাপ—গুগল, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের জন্য টার্গেটেড বিজ্ঞাপন, সাজেস্টেড ভিডিও, রিলস বা অন্যান্য কনটেন্ট দেখানো হয়। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তার ওপর হুমকি তৈরি হয়।

তবে কিছু সহজ সেটিংস পরিবর্তন করে ব্যবহারকারীরা নিজস্ব তথ্যের নিরাপত্তা বাড়াতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগল ও ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ করলে ব্যক্তিগত গোপনীয়তা অনেকাংশে রক্ষা করা সম্ভব।

১. গুগলের Voice & Audio Activity

গুগল প্রায়ই আপনার ভয়েস ও অডিও ডেটা সংরক্ষণ করে, যাতে আপনার ব্যবহার অনুযায়ী কনটেন্ট সাজানো যায়। তবে এটি ব্যক্তিগত গোপনীয়তার ওপর সরাসরি প্রভাব ফেলে।

কিভাবে বন্ধ করবেন:

গুগল অ্যাপ খুলুন।

প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

‘Data & Privacy’ অপশনে যান।

Voice & Audio Activity বন্ধ করুন।

এতে আপনার ভয়েস ও অডিও তথ্য আর গুগলের সার্ভারে সংরক্ষিত থাকবে না।

২. পারসোনালাইজড অ্যাডস

গুগল আপনার সার্চ হিস্ট্রি, ব্রাউজিং প্যাটার্ন ও অ্যাপ ব্যবহারের ওপর ভিত্তি করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়। তবে এই সুবিধা বন্ধ করলে আপনার তথ্য নিরাপদ থাকবে।

কিভাবে বন্ধ করবেন:

গুগল অ্যাপ খুলুন এবং ‘My Ad Center’-এ যান।

‘Personalized Ads’-এর টগল বন্ধ করুন।

এভাবে টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে এবং সার্চ হিস্ট্রি সুরক্ষিত থাকবে।

৩. লোকেশন ট্র্যাকিং

গুগল ম্যাপসের লোকেশন ট্র্যাকিং সুবিধা আমাদের চলাচল সহজ করে দেয়, কিন্তু এটি আমাদের প্রতিটি গতিবিধি গুগলের কাছে পাঠায়।

কিভাবে বন্ধ করবেন:

গুগল ম্যাপস অ্যাপ খুলুন।

প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

‘Your Data in Maps’ অপশনে যান।

Location History বন্ধ করুন।

এতে গুগল আর আপনার চলাচলের তথ্য সংরক্ষণ করবে না, ফলে গোপনীয়তা বৃদ্ধি পাবে।

এই তিনটি সেটিংস বন্ধ করলে আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়বে, কথোপকথন ও ব্যবহার ট্র্যাক কম হবে, সার্চ ও ব্রাউজিং ডেটা নিরাপদ থাকবে, এবং অনাকাঙ্ক্ষিত টার্গেটেড বিজ্ঞাপনও কম দেখা যাবে।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়