এখন সব ঘরেই মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ ব্যবহাত করা হয়। টেলিভিশন, চার্জার, ল্যাম্প বা রাউটার সবকিছুর জন্যই এটি বেশ সুবিধাজনক।
তবে কোনও কোনও বৈদ্যুতিক যন্ত্র এই মাল্টিপ্লাগে লাগানো একেবারেই উচিত নয়। কারণ ভুলভাবে ব্যবহার করলে শুধু যন্ত্র নষ্টই হয় না, কখনও কখনও ঘটে অগ্নিকাণ্ড।
ফ্রিজ ও ডিপ ফ্রিজ
ফ্রিজ ও ডিপ ফ্রিজ এমন দুটি যন্ত্র যা সব সময়ে চালু থাকে। তাই এগুলোর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ প্রবাহ।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘মিস্টার স্পার্কি’–এর সহ-সভাপতি ড্যানিয়েল মক সতর্ক করে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে বলেন, “ফ্রিজ বা ফ্রিজার পাওয়ার স্ট্রিপে লাগালে সার্কিট ‘ট্রিপ’ করতে পারে। এতে শুধু বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে না, যন্ত্রও নষ্ট হতে পারে।”
মার্কিন প্রতিষ্ঠান ‘লাইভওয়্যার ইলেকট্রিক্যাল’-এর প্রধান ববি লিন বলেন, “এই যন্ত্রগুলো অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। পাওয়ার স্ট্রিপে লাগালে হঠাৎ ভোল্টেজ ওঠানামা হলে ‘কম্প্রেসর’ ক্ষতিগ্রস্ত হয়। এতে যন্ত্রের আয়ু কমে যায়, পাশাপাশি মালিকের বাড়তি খরচও হয়।”
তাই ফ্রিজ–ফ্রিজার সবসময় দেয়ালের সরাসরি সকেটে লাগানোই সবচেয়ে নিরাপদ উপায়।
মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভ চালু হলে ১২ থেকে ১৫ অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন হয়, যা সাধারণ মাল্টিপ্লাগ সহ্য করতে পারে না।
ড্যানিয়েল মক বলেন, “মাল্টিপ্লাগে মাইক্রোওয়েভ লাগালে অতিরিক্ত লোড পড়ে, সার্কিট ওভারহিট হয় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করে।”
তিনি আরও পরামর্শ দেন, “যদি রান্নাঘরে যথেষ্ট সকেট না থাকে, তবে পেশাদার ইলেকট্রিশিয়ান ডেকে নতুন সকেট স্থাপন করাই ভালো।”
ছোট রান্নাঘরের যন্ত্রপাতি
কফি মেইকার, টোস্টার বা ব্লেন্ডারের মতো ছোট যন্ত্রগুলো দেখতে হালকা হলেও এরা অনেক সময় প্রচুর বিদ্যুৎ টানে।
মক বলেন, “টোস্টারের ভেতরে গরম করার তার থাকে, যেগুলো সক্রিয় করতে বিদ্যুৎ লাগে। মাল্টিপ্লাগে লাগালে তারের ‘ইন্সুলেইশন’ গলে যেতে পারে।”
যুক্তরাষ্ট্রের ‘ট্রাই–কাউন্টি এয়ার সার্ভিস’-এর প্রধান ডব্লিউজি হিকম্যান সতর্ক করে বলেন, “অনেক ক্ষেত্রে দেখা যায় টোস্টার বা কফি মেইকার মাল্টিপ্লাগে লাগানোর কারণে তারের ইন্সুলেইশন পুড়ে গেছে এবং অগ্নিকাণ্ড ঘটেছে।”
স্পেস হিটার ও এয়ার কন্ডিশনার
এগুলো এমন যন্ত্র যা সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তাই মাল্টিপ্লাগে লাগানো খুবই বিপজ্জনক।
ববি লিন বলেন, “স্পেস হিটার বা এয়ার কন্ডিশনার মাল্টিপ্লাগে লাগানো মানে আগুন লাগার ঝুঁকি তৈরি করা। এমন হলে যেখানে পাওয়ার স্ট্রিপ গলে যায় বা আগুন ধরে যায়।”
মক বলেন, “যদি প্রয়োজন হয়, তাহলে ভারী মানের সঠিকভাবে রেট করা এক্সটেনশন কর্ড ব্যবহার করতে হবে, যাতে বিদ্যুতের চাপ সামলাতে পারে।”
হেয়ার ড্রায়ার ও হেয়ার স্ট্রেইটনার
এই যন্ত্রগুলো স্বল্প সময়েই অনেক বিদ্যুৎ টানে। তাই সরাসরি দেয়ালের সকেটে লাগানোই সবচেয়ে নিরাপদ।
ববি লিন বলেন, “হেয়ার ড্রায়ার বা স্ট্রেইটনার মাল্টিপ্লাগে লাগানো বিপজ্জনক, কারণ অল্প সময়েই অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ড ঘটাতে পারে।”
মক আরও পরামর্শ দেন, “বাথরুমে ব্যবহারের জন্য ভালো মানের জিএফসিআই সকেট স্থাপন করলে পানির সংস্পর্শে আসা সংক্রান্ত দুর্ঘটনা কমানো যায়।”
চিকিৎসা–সংক্রান্ত যন্ত্র
‘সিপিএপি মেশিন’, ‘অক্সিজেন কনসেন্ট্রেটর’ বা অন্য কোনো জীবনরক্ষাকারী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সচেতন হতে হবে।
ববি লিন বলেন, “এই ধরনের যন্ত্রের জন্য স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। মাল্টিপ্লাগে লাগালে হঠাৎ বিদ্যুৎ ওঠানামায় যন্ত্র বন্ধ হয়ে যেতে পারে, যা জীবনহানির ঝুঁকি তৈরি করে।”
তাই এসব যন্ত্র অবশ্যই সরাসরি দেয়ালের সকেটে সংযুক্ত রাখতে হবে।
গেইমিং কম্পিউটার ও উচ্চমানের অডিও সিস্টেম
ডব্লিউজি হিকম্যান বলেন, “গেইমিং কম্পিউটার বা হাই–এন্ড অডিও সিস্টেম সাধারণ মাল্টিপ্লাগে লাগানো উচিত নয়। এগুলো ভোল্টেজ ওঠানামার কারণে সহজেই নষ্ট হয়ে যেতে পারে।”
তিনি পরামর্শ দেন, “এগুলোর জন্য সাধারণ পাওয়ার স্ট্রিপ নয়, বরং ভালো মানের সার্জ প্রটেক্টর ব্যবহার করা উচিত।”
আরেকটি মাল্টিপ্লাগ
অনেকেই ভুল করে এক মাল্টিপ্লাগে আরেকটি লাগিয়ে ব্যবহার করেন, যাকে বলা হয় ‘ডেইজি–চেইনিং’। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেক দেশের অগ্নি–নিরাপত্তা নীতিমালায় এটি নিষিদ্ধ।
ড্যানিয়েল মক বলেন, “এভাবে ব্যবহার করলে দ্রুত অতিরিক্ত লোড পড়ে এবং সার্কিট ব্রেকার কাজ না করলে আগুন লেগে যেতে পারে।”
তিনি আরও বলেন, “সবচেয়ে নিরাপদ উপায় হল এমন মাল্টিপ্লাগ ব্যবহার করা, যেটিতে সার্কিট ব্রেকার থাকে। এতে লোড বেড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।”
নিরাপদ ব্যবহারের নিয়ম
ডব্লিউজি হিকম্যান সহজভাবে একটি নিয়ম বলেন, “যে যন্ত্র থেকে তাপ উৎপন্ন হয়, যার মধ্যে মোটর আছে বা যা এক হাজার ওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে, সেগুলো কখনও মাল্টিপ্লাগে লাগানো উচিত নয়।”
তাই ফোনের চার্জার, টেবিল ল্যাম্প বা ছোট ইলেকট্রনিক্সের জন্য মাল্টিপ্লাগ ব্যবহার করা নিরাপদ হলেও ভারী যন্ত্রের জন্য সরাসরি দেয়ালের সকেটই সঠিক। সূত্র: বিডিনিউজ