শিরোনাম
◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবি থেকে স্বয়ংক্রিয় ভিডিও, গুগল ফটোসে আসছে সুবিধা

স্থির ছবি থেকে ছোট ভিডিও ক্লিপ তৈরি করা এখন এআই বটগুলোর এক জনপ্রিয় দক্ষতা। এই সুবিধা কিছুটা সীমিত আকারে এরইমধ্যে গুগল ফটোজে পাওয়া যায়। তবে এবার গুগল এই ফিচারটিতে আনতে যাচ্ছে বড় ধরনের আপগ্রেড।

প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, গুগল ফটোস অ্যাপের সর্বশেষ সংস্করণের কোডে এমন ইঙ্গিত মিলেছে যে, খুব শিগগিরই সেখানে ‘এআই টেক্সট প্রম্পট বক্স’ যুক্ত হতে পারে।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কেবল একটি ছবি আপলোড করলেই চলবে। এরপর তারা টেক্সটে লিখে বলে দিতে পারবেন ঠিক কীভাবে ভিডিওটি তৈরি হবে।

এটি বর্তমান সিস্টেমের তুলনায় অনেক বেশি ব্যবহারবান্ধব হবে। এখন পর্যন্ত জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু থাকা ফিচারগুলোতে মাত্র দুটি অপশন ছিল ‘সাটল মুভমেন্ট’ এবং ‘আইএম ফিলিং লাকি’ যেখানে মূলত এআই নিজেই ছবিটিতে কী ধরনের অ্যানিমেশন থাকবে তা ঠিক করে নেয়।

নতুন ফিচারটি চালিত হবে গুগলের পুরনো ভিও ২ মডেল দিয়ে। যদিও এটি সর্বশেষ ভিও ৩ মডেলের মতো উন্নত নয় তবুও এটি শুধু একটি ছবি থেকেই চমৎকার ও বিনোদনমূলক ভিডিও আউটপুট দিতে পারে।

গুগলের অ্যাপে এআইয়ের বিস্তার

এটি গুগলের সাম্প্রতিক এআই-কেন্দ্রিক পরিকল্পনারই অংশ। কোম্পানিটি এখন তার বিভিন্ন অ্যাপ ও সার্ভিসে জেমিনাই, ভিও-এর মতো এআই মডেলগুলোকে সংযুক্ত করছে যাতে এই টুলগুলোর ব্যবহারযোগ্যতা ও প্রভাব আরও বিস্তৃত হয়।

এআই প্রযুক্তির এই বিস্তার গুগলের হার্ডওয়্যার পণ্যেও দেখা যাচ্ছে। সম্প্রতি তারা নতুন স্মার্ট হোম পণ্য উন্মোচন করেছে, যার মধ্যে রয়েছে আপডেটেড ‘নেস্ট’ ক্যামেরা এবং নতুন গুগল স্মার্ট স্পিকার। এ সবগুলোতেই একীভূত করা হয়েছে জেমিনাই এআই।

অন্যদিকে, ওপেনএআইও পিছিয়ে নেই। কোম্পানিটি সম্প্রতি সোরা ২ ভিডিও অ্যাপ এবং তার সঙ্গে যুক্ত এক ধরনের সোশাল নেটওয়ার্ক চালু করেছে। পাশাপাশি, চ্যাটজিপিটি দিয়ে চালিত হার্ডওয়্যার ডিভাইস নিয়েও গুঞ্জন চলছে।

প্রযুক্তি সাইট টেক রেডার লিখেছে, যদিও গুগল ফটোসের এই নতুন ফিচারটি এখনো গোপনে পরীক্ষাধীন এবং সেটি সবার জন্য উন্মুক্ত হবে কি না তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, এটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়