শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার আংটির মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের সম্মান জানাবে ইনস্টাগ্রাম

শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করতে ‘রিংস’ নামে নতুন একটি পুরস্কার চালু করেছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সোমবার প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, নির্বাচিত ২৫ জন নির্মাতাকে দেওয়া হবে একটি করে সোনার আংটি এবং তাদের প্রোফাইলে যোগ হবে একটি বিশেষ ব্যাজ। তবে এই পুরস্কারের সঙ্গে কোনো নগদ অর্থ থাকছে না।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীদের নির্বাচন করবেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি, ফ্যাশন ডিজাইনার মার্ক জেকবস ও জনপ্রিয় টেক ইউটিউবার মার্কেস ব্রাউনলি। ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব নির্মাতা কনটেন্ট তৈরিতে পরিশ্রম, সৃজনশীলতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা দেখিয়েছেন, তারাই মূলত এই সম্মানের জন্য বিবেচিত হবেন।

রিংস পুরস্কার বিজয়ীরা আরও কিছু ডিজিটাল সুবিধাও পাবেন। তারা চাইলে নিজেদের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড রঙ বদলাতে পারবেন এবং ‘লাইক’ বাটনটি কাস্টমাইজ করার সুযোগও পাবেন। তবে এসবের মধ্যেও প্রশ্ন উঠেছে—বিশ্বের অন্যতম ধনী কোম্পানি মেটা কেন নগদ পুরস্কারের পরিবর্তে অলঙ্কার ও ডিজিটাল ফিচারে নির্মাতাদের সম্মান জানাচ্ছে।

এর আগে ২০২৩ সালে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘রিলস প্লে’ নামে নির্মাতাদের জন্য চালু থাকা বোনাস প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল মেটা, যা অনেক কনটেন্ট নির্মাতার জন্য ছিল আয়ের একটি বড় উৎস। ফলে অনেক নির্মাতা অভিযোগ করেন, ওই অর্থ বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবিকা চালাতে সমস্যায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে ইউটিউবার ব্রাউনলি জানান, “রিংস পুরস্কার কেবল ফলোয়ার সংখ্যার ওপর নয়, বরং নির্মাতার কনটেন্টে শ্রম, মনোযোগ এবং প্রভাবের ভিত্তিতে দেওয়া হচ্ছে। এটি একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ, যাতে নির্মাতারা আরও ভালো কনটেন্ট তৈরিতে আগ্রহী হন।”

প্রসঙ্গত, ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী ইউটিউব ও টিকটক কনটেন্ট নির্মাতাদের সরাসরি অর্থ প্রদান করে থাকে। ইউটিউব সম্প্রতি জানিয়েছে, গত চার বছরে তারা নির্মাতাদের ১০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়