২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করে অ্যাপল। এর পর থেকে ধীরে ধীরে আনা হয়েছে নানা পরিবর্তন। এবারের পরিবর্তনকে ‘সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক। আইফোন ১৭ সিরিজের ডিজাইনে এসেছে নতুনত্ব।
এর পাশাপাশি ক্যামেরার মান ও পারফরম্যান্সের গতি বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার কিউপারটিনো হেডকোয়ার্টারে ‘এআই ড্রপিং’ ইভেন্টের আয়োজন করে অ্যাপল। সেখানে উন্মোচন করা হয় আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স, এয়ারপডস প্রো ৩ ও অ্যাপলওয়াচ সিরিজ ১১। এ ছাড়া অ্যাপলওয়াচ এসই ৩ ও অ্যাপলওয়াচ আলট্রা ৩ এনেছে অ্যাপল।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন ডিভাইসগুলো পাওয়া যাবে।
আইফোন ১৭-এর আকার ও রিফ্রেশ রেট আগের তুলনায় বাড়ানো হয়েছে। ৬.৩ ইঞ্চি ওএলইডির ডিসপ্লের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।
সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি দেওয়া হয়েছে ৩৬৯২ এমএএইচ শক্তির। আইফোন ১৭-তে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম। আইফোন এয়ারে ব্যবহার করা হয়েছে গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম ও সিরামিক শিল্ড। পুরুত্ব কম রাখার ফলে আইফোনটির ওজন দাঁড়িয়েছে ১৬৫ গ্রাম।
মূল ক্যামেরা একটি, যাতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের লেন্স। সেলফির জন্য আছে ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির শক্তি ৩১৪৯ এমএএইচ। আইফোন ১৭ প্রোতে থাকবে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা হবে ১৮ মেগাপিক্সেলের। ব্যাটারির শক্তি হবে ৩৯৮৮ এমএএইচ। আইফোন ১৭ প্রো ম্যাক্সের ডিসপ্লের আকার ৬.৯ ইঞ্চি। এতেও একই ক্যামেরা সেটআপ থাকবে। ব্যাটারি হবে ৪৮৩২ এমএএইচ শক্তির।
প্রতিটি আইফোনেই আছে এ১৯প্রো চিপ। এ ছাড়া আইফোন ১৭ বাদে সব মডেলেই রয়েছে ১২ জিবি র্যাম।
দাম ও স্টোরেজ : আইফোন ১৭-এর দাম হবে ৭৯৯ ডলার (প্রায় ৯৭ হাজার টাকা)। আইফোন ১৭ এয়ারের দাম শুরু হবে ৯৯৯ ডলার (প্রায় এক লাখ ২২ হাজার ১৫৮ টাকা) থেকে। আইফোন ১৭ প্রো-এর দাম এক হাজার ৯৯ ডলার (প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা) থেকে শুরু হয়েছে। আগের বছরের তুলনায় দাম বেড়েছে ১০০ ডলার। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু হবে এক হাজার ১৯৯ ডলার (প্রায় এক লাখ ৪৬ হাজার টাকা) থেকে। প্রতিটি মডেলেই থাকবে ২৫৬ জিবি স্টোরেজ। কোনো আইফোনেই ১২৮ জিবি স্টোরেজ রাখা হয়নি।
এয়ারপডস ও অ্যাপলওয়াচ : আইফোনের পাশাপাশি এয়ারপডস প্রো ৩ এনেছে অ্যাপল। এতে থাকবে রিয়াল টাইমে বিদেশি ভাষা অনুবাদ করার সুবিধা। এর দাম ধরা হয়েছে ২৪৯ ডলার। আগের তুলনায় সরু আকারে এসেছে অ্যাপলওয়াচ সিরিজ ১১। এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। একবার চার্জ দিলে ব্যাটারি সচল থাকবে টানা ২৪ ঘণ্টা। অ্যাপলের নতুন সফটওয়্যার আইওএস ২৬ মিলবে আগামী সোমবার থেকে। সূত্র : জিএসএমএরিনা