শিরোনাম
◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার ◈ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, বহু হতাহত (ভিডিও) ◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফলোয়ার বাড়াতে চাইলে ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বর্তমানে শুধু বিনোদনের জায়গা নয়, বরং সারা বিশ্বের লাখো কনটেন্ট ক্রিয়েটরের জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম। নাচ, গান, কমেডি কিংবা তথ্যভিত্তিক ভিডিও সব ধরনের কনটেন্টই মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে লাখো দর্শকের কাছে। কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল করতে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো সঠিক হ্যাশট্যাগ ব্যবহার। টিকটকে হ্যাশট্যাগ শুধু ভিডিও ক্যাটাগরাইজ করতেই সাহায্য করে না, বরং এটি ঠিক করে দেয় কনটেন্ট কতজন নতুন দর্শকের কাছে পৌঁছাবে। সহজভাবে বললে, জনপ্রিয় এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগই হলো ভিডিও ভালো রিচ পায়।  

হ্যাশট্যাগ কী: হ্যাশট্যাগ হলো এমন একটি কীওয়ার্ড বা বাক্যাংশ, যা ‘#’ চিহ্ন দিয়ে শুরু হয়। এগুলো ভিডিওকে নির্দিষ্ট শ্রেণিতে সাজাতে সাহায্য করে, ফলে ব্যবহারকারীরা সহজেই প্রাসঙ্গিক কনটেন্ট খুঁজে পান। এক কথায়, আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে হ্যাশট্যাগ।

হ্যাশট্যাগের ভূমিকা: প্রযুক্তি বিশেষজ্ঞরা হ্যাশট্যাগ ব্যবহারের গুরুত্বপূর্ণ জানিয়েছেন। ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করলে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলো হলো:  

১. ভিডিওর রিচ ও ভিউ বাড়ে
২. ট্রেন্ডিং টপিক ও চ্যালেঞ্জে অংশ নেয়া যায়
৩. নির্দিষ্ট অডিয়েন্স বা কমিউনিটির কাছে পৌঁছানো সহজ হয়
৪. তাই যে কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য হ্যাশট্যাগ ব্যবহারের অভ্যাস তৈরি করা জরুরি।
 

টিকটকের জনপ্রিয় ১০ হ্যাশট্যাগ: টিকটকে বর্তমানে সবচেয়ে বেশি ভিউ পাওয়া কিছু হ্যাশট্যাগ হলো—

#fyp — ৫৫.২ ট্রিলিয়ন ভিউ

#foryou — ৩১.৬ ট্রিলিয়ন ভিউ

#viral — ২১.৫ ট্রিলিয়ন ভিউ

#foryoupage — ১৯.৪ ট্রিলিয়ন ভিউ

#tiktok — ৭.২ ট্রিলিয়ন ভিউ

#fy — ৬.১ ট্রিলিয়ন ভিউ

#trending — ৫.৪ ট্রিলিয়ন ভিউ

#funny — ৪.২ ট্রিলিয়ন ভিউ

#duet — ৩.৫ ট্রিলিয়ন ভিউ

#comedy — ২.২ ট্রিলিয়ন ভিউ

এগুলো মূলত জেনারেল হ্যাশট্যাগ, যেগুলো নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে কার্যকরী।
 

ট্রেন্ডিং হ্যাশট্যাগ খুঁজবেন যেভাবে

১. সরাসরি টিকটকের ওয়েবসাইট থেকে আপডেট জেনে নিন;
২. টিকটকের ডিসকভার পেজ দেখুন;
৩.জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ফলো করুন;
৪. অনলাইন হ্যাশট্যাগ জেনারেটর টুল ব্যবহার করুন;
৫. ভিডিও পোস্ট করার সময় টিকটকের সাজেশন দেখুন;
৬. প্রতিটি হ্যাশট্যাগের ভিউ কাউন্ট যাচাই। 
৭. সব মিলিয়ে বলা যায়, টিকটকে সফল হতে চাইলে শুধু ভালো কনটেন্ট বানানোই যথেষ্ট নয়, সেই কনটেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। আর এই কাজের সবচেয়ে কার্যকরী উপায় হলো সঠিক ও জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার। হ্যাশট্যাগ ঠিকভাবে বেছে নিতে পারলে আপনার ভিডিওর রিচ যেমন বাড়বে, তেমনি সহজেই ভাইরাল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়