শিরোনাম
◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে বুঝবেন , ফোনের চার্জার আসল না নকল 

জীবিকার তাগিদে হোক আর শখের বশেই হোক এখন স্মার্ট ফোন ছাড়া কারো দিন চলে না। বলতে গেলে ২৪ ঘণ্টাই ব্যবহার করতে হচ্ছে ফোন।  অনলাইন পেমেন্ট, শপিং, টিকিট বুকিং এবং বিনোদন-সব কিছুই আজকাল স্মার্টফোনের দৌলতে হাতের মুঠোয় চলে এসেছে।

আর এই দরকারি ডিভাইসটিকে সচল রাখতে দিতে হয় চার্জ। এক্ষেত্রে ভরসাযোগ্য এবং আসল চার্জারই ব্যবহার করা উচিত। এখন অনেক কোম্পানি ফোনের সঙ্গে চার্জার দেয় না। ফলে বাইরে থেকে চার্জার কিনতে হয়। সেক্ষেত্রে নকল চার্জার কেনার সম্ভাবনা বেড়ে যায়। আপনি না জেনেই হয়তো কিনছেন নকল চার্জার। যা আপনার ফোনের ক্ষতি করছে।

চার্জার কেনার আগে দেখে নিন চার্জার আসল কি না। এবং চার্জারের মেয়াদ কতদিন আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন চার্জারেরও এক্সপায়ার ডেট আছে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে জানবেন আপনার চার্জারের এক্সপায়ার ডেট কবে। আসুন উপায় জেনে নেওয়া যাক-

>> এজন্য বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করে নিন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি পাওয়া যায়।

>> অ্যাপ ওপেন করে হোম পেজে যান।

>> হোম স্ক্রিনে গিয়ে একাধিক বিকল্প খুঁজে পাবেন ব্যবহারকারী।

>> এবার ভেরিভাই আর নো. আন্ডার সিআরএস সিলেক্ট করতে হবে। এতে ব্যবহারকারীর সামনে খুলে যাবে দুটি অপশন: ১. প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ২. চার্জারে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।

>> চার্জারের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বর অথবা কিউআর কোড ব্যবহার করতে হবে। এই তথ্যের মধ্যে চার্জারের এক্সপায়ারি ডেট অন্তর্ভুক্ত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়