শিরোনাম
◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৪, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা 

সাজ্জাদুল ইসলাম: [২] মস্তিষ্কের টিউমার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি প্রোগ্রাম  তৈরি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ডিপ্লয়। তাদের দাবি, প্রোগ্রামটি দ্রুত ও নিখুঁতভাবে মস্তিষ্কের টিউমারের ধরন শনাক্ত করতে পারে। সূত্র : সিনহুয়া

[৩] অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) গবেষকদের এই গবেষণার ওপর একটি নিবন্ধ গত শুক্রবার প্রকাশিত হয়েছে। এতে গবেষকেরা দেখিয়েছেন, তাদের তৈরি ডিপ লার্নিং মডেল বা ডিপ্লয় মস্তিষ্কের টিউমারকে ১০টি প্রধান উপসর্গ সঠিকভাবে শ্রেণিবদ্ধ করতে পারে। এই এআই টুল টিউমারের শ্রেণিবিন্যাস করতে মস্তিষ্কের টিস্যু বা কোষে মাইক্রোস্কোপিক ছবি বিশ্লেষণ করে থাকে। 

[৪] এএনইউর বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের ডিপ্লয় প্রকল্পের সহপ্রধান ড্যান-থাই হোয়াং বলেন, বর্তমানে মস্তিষ্কের টিউমারের শ্রেণিবিন্যাস ও শনাক্ত করার সর্বোচ্চ মান হিসেবে ডিএনএ মেথিয়ালেশন নামের একটি পদ্ধতিকে ধরা হয়। এ ক্ষেত্রে টিউমারের ধরন বুঝতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। আবার এটি অনেক সময় নিকটস্থ কোথাও পাওয়া যায় না। 

[৫] এর তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর এই প্রোগ্রাম কয়েক ঘণ্টার মধ্যেই টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম হবে। হোয়াং দাবি করেছেন, ডিপ্লয় এআই টুলটি ৯৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুল ফল দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৪ হাজার রোগীর তথ্য দিয়ে এই প্রোগ্রামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়