শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে পার্ক থেকে প্রতিদিন পাওয়া যায় হীরা!

ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক

চিত্র-বিচিত্র ডেস্ক: এটি যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জাতীয় পার্ক। যার নাম ‘ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক’। এই পার্ক থেকে দর্শনার্থীরা মাটি খুঁড়ে প্রতিদিনই একটি-দুটি হীরার টুকরা খুঁজে পান। এ ক্ষেত্রে হীরার খোঁজার জন্য ৩৭ দশমিক ৫ একর জায়গার বিশেষ একটি অংশ আলাদা করে চিহ্নিত করা আছে পার্কটিতে। মজার বিষয় হলো, দর্শনার্থীরা খুঁজে পাওয়া হীরা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। বিবিসি

সম্প্রতি (৪ মার্চ) টেনেসি অঙ্গরাজ্য থেকে আসা পর্যটক ডেভিড অ্যান্ডারসন পার্কটি থেকে ৩ দশমিক ২৯ ক্যারেটের বাদামী বর্ণের একটি বড় হীরা খুঁজে পেয়েছেন। তিনি বলেন, ‘প্রথমে এটিকে সাধারণ পাথর মনে করেছিলাম। কিন্তু এটি জ্বলজ্বল করছিল। হাতে নিয়ে বুঝতে পারলাম এটি আসলেই হীরা।’ সব মিলিয়ে পার্কটি থেকে প্রায় ৪০০ হীরা খুঁজে পেয়েছেন তিনি।

২০০৭ সালে টেলিভিশনে পার্কটির সম্পর্কে জানতে পারেন অ্যান্ডারসন। তারপর থেকেই নিয়মিত এই পার্কে তার যাতায়াত। তিনি বলেন, ‘প্রথমবার দেড় ক্যারেটের হীরা পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

১৯০৬ সালের পর থেকে প্রায় ৭৫ হাজার হীরা পাওয়া গেছে পার্কটি থেকে। ১৯৭২ সালে পার্কটি জাতীয়করণ করা হয়। এরপর থেকে প্রায় ৩৫ হাজারের বেশী হীরার সন্ধান মেলে।

দর্শনার্থীরা পার্কে প্রবেশের পরে কর্তৃপক্ষের কাছ থেকে মাটি খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়া নিতে পারেন। এমনকি খুঁজে পাওয়া পাথর অথবা খনিজ বিনামূল্যে শনাক্তও করে দেয় পার্ক কর্তৃপক্ষ। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়