শিরোনাম

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলে পশু-প্রাণী পালনের কোর্স চালু করবে পাকিস্তান

পশু লালন-পালন কোর্স

ওয়ালিউল্লাহ সিরাজ: পাকিস্তান প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য পশু-প্রাণী পালনের কোর্স চালু করতে চাচ্ছে। দেশটি পশু-প্রাণীদের অধিকার নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিচ্ছে সরকার। জিও নিউজ

শনিবার এক টুইট বার্তায় পরিসংখ্যান ব্যুরো প্রধান সালমান সুফি বলেন, ইসলামাবাদের স্কুলগুলোতে পশু পালনের কোর্সটি চালু করার পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। প্রথমে এটি রাজধানীতে, পরিকল্পনা বাস্তবায়ন হলে এরপর ক্রমে পশু লালন-পালনের কোর্সটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমসান সুফি বলেন, শিশুরা যাতে আরো ভাল নাগরিক হতে পারে, সেই জন্য পশু-প্রাণ লালন-পালনের বিশেষ কোর্স চালু করার কথা ভাবছে সরকার। ইসলামে পশু-প্রাণীদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। ইসলামের সেই অধিকারগুলোকেই শিশুদের সামনে তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, সরকার আন্তর্জাতিক প্রাণী অধিকার এবং দেশের যারা প্রাণী নিয়ে কাজ করেন, তাদের থেকে সহায়তা নিবে সরকার। বই প্রস্তুত হলে ক্লাস ফাইভ থেকে পশু লালন-পালনের কোর্স চালু করা হবে। 
সুফি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পশু-প্রাণী অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সরকার প্রাণী কল্যাণ আইন নিয়ে কাজ করছে। খুব শিগগিরই আইনটি পার্লামেন্টে পাশ করা হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়