শিরোনাম
◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার ◈ দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে: মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকায় ধরা পড়ল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা!

সোমবার স্থানীয় এক বাসিন্দা বাড়ির আউটবিল্ডিংয়ে বিষাক্ত সাপটিকে দেখতে পেয়ে দ্রুত রিঅ্যাকশন ইউনিট দক্ষিণ আফ্রিকা (RUSA)-এর অপারেশন সেন্টারে যোগাযোগ করেন। সাড়া পেয়ে সেখানে পৌঁছান RUSA সদস্য এনকোসিনাথি এনডাবা। 

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা। কিং কোবরার পর এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ। দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটালের ওসিনডিসওয়েনি এলাকায় একটি বাড়ির প্রাঙ্গণ থেকে একটি ব্ল্যাক মাম্বা সাপ ধরা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ২.২ মিটার।

ঘটনাস্থলে পৌঁছে তিনি একটি আলমারির পেছনে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে পান। কোনো ঝামেলা ছাড়াই সেটিকে নিরাপদে ধরতে সক্ষম হন। ধৃত সাপটিকে চিকিৎসা পরীক্ষার জন্য একটি রেপটাইল পার্কে হস্তান্তর করা হবে। পরে প্রাকৃতিক পরিবেশে মুক্তি দেওয়া হবে।

বিশ্বের সবচেয়ে পাঁচটি বিষাক্ত সাপের মধ্যে এই সাপটি নিজের জায়গা করে নিয়েছে। ব্ল্যাক মাম্বা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ। একটি পূর্ণ বয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য গড়ে প্রায় ২.৫ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ৪.৩ মিটার।

এই প্রজাতির সাপটি আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, নামিবিয়া, কঙ্গো, মালাউই, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকায় ব্ল্যাক মাম্বা দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়