শিরোনাম
◈ সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ◈ সবার সঙ্গে আলোচনা করে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রস্তুত করতে বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ◈ সব প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: আসিফ নজরুল ◈ বলের আঘাতে মালিকের স্ত্রী ব্যাংককের হাসপাতালে থাকায় রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিকে বিলম্ব ◈ ঢাকা ক্যাপিটালস দাঁড়াতেই পারলো না, তামিমের ফিফটিতে সহজ জয় বরিশালের ◈ জুলাই-অগাস্টে নির্বাচন চাইলেও বিএনপি কতটা প্রস্তুত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘের উপর হাঁটছে মানুষ! দাঁড়িয়ে থাকা ওরা কারা, কোথা থেকে এলো? (ভিডিও)

মাঝ আকাশে মেঘের ওপর দাঁড়িয়ে রয়েছেন দুজন ‘মানুষ’! নড়াচড়াও করছেন। বিমান থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে এমনই একটি দৃশ্য।

পুরো বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা সৃষ্টি হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, মেঘের ওপর মানুষের মতো দেখতে দুটি অবয়ব হেঁটে বেড়াচ্ছে। অবয়বগুলোর নিচে তাদের ‘ছায়া’ও দেখা যাচ্ছিল।

নেটিজেনদের একাংশ দাবি করেছেন এরা ভিনগ্রহী হতে পারে। আরেক অংশ দাবি করেছেন মেঘগুলো এমনভাবে রয়েছে, তাতে দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। আসলে ওখানে কোনো মানুষ নেই। আবার অনেকের অনুমান করছেন, শিল্পাঞ্চলের গ্যাস থেকে মেঘে ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, অনেক কন্সপাইরেসি থিওরির প্রসঙ্গ টেনে এটিকে এলিয়েনের অস্তিত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করতে চাইছেন। অন্যরা ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বা আরও যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।

এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন, কেউ ভিডিওটি ধারনের সময় সর্বদা ক্যামেরার লেন্সকে দোলাচ্ছিলেন। তিনি বস্তুর ওপর বেশিক্ষণ স্থির থাকছিলেন না। অথচ বাস্তব উদাহরণ তৈরি করার জন্য এটা তার ভালো সুযোগ ছিল। সুতরাং, আমার কাছে মানুষ বা এলিয়েনের দাবিটি ভুয়া মনে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়