শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রফেশনাল বক্সিং নিয়ে ওয়ার্কশপ করলো বিএসপিএ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে পেশাদার বক্সিং এখন অনেকটাই এগিয়ে গেছে। যার সূচনা হয়েছে আগেই। সুরো কৃষ্ণ চাকমা-আল আমিনরা একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন। দেশে কিংবা দেশের বাইরে জয়ের মালাও পরছেন। বাংলাদেশের প্রফেশনাল বক্সিংয়ের অবস্থা এবং বিশ্ব পরিমণ্ডলে এর ভবিষ্যত নিয়ে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজিত এক ওয়ার্কশপে এসব কথা উঠে আসে।

মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে ওয়ার্কশপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। প্রবন্ধে পেশাদার বক্সিংয়ের নানান দিক তুলে ধরা হয়। 

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ও সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। 

মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন। যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্ব আসরে তারা নিজেদের পাশপাশি দেশের জন্যও প্রচুর সম্মান ও অর্থ উপার্জন করতে পারবে। 

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সংবাদমাধ্যমসহ সরকারি সহায়তা পেলে ২০৩০ সালের পর বাংলাদেশে ক্রীড়াবিদদের মধ্যে আয়ের নিরিখে শীর্ষে থাকবেন বক্সাররা। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়