শিরোনাম
◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৪ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২২ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

রংপুরকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে কুমিল্লা

নাহিদ হাসান: বড় লক্ষ্য দিয়েও শেষ রক্ষা হলো না রংপুর রাইডার্সের। তাওহীদ হৃদয় এবং লিটন দাসের জুটিতে ভর করে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে চলতি বিপিএলের ফাইনালে প্রথম দল হিসেবে পা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এ হারের পরেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে রংপুরের। আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

প্রথম দল হিসেবে ফাইনালে উঠার লড়াইয়ে (২৬ ফেব্রুয়ারি) সোমবার ১ম কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে তিন উইকেট হারায় রংপুর। শুরুর দিকে ডাক মারেন শামিম পাটোয়ারি। এরপর রনি তালুকদার দুই চারে ১১ বলে ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। সাকিব আল হাসান এদিন সুবিধা করতে পারেননি। ৫ রান করে তিনিও রনির পথ ধরেন। 

এরপর শেখ মাহেদীর সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন জিমি নিশাম। ২২ রান করে মাহেদী সাজঘরে ফিরলেও জিমি নিশাম ক্রিজে থিতু হন। নিকোলাস পুরান ৯ বলে ১৪ রান করে মুশফিক হাসানের বলে মইন আলীর হাতে ক্যাচ দেন। তার বিদায়ের পর অধিনায়ক নুরুল হাসান সোহানের সাথে ৫৩ রানের জুটি গড়েন জিমি। সোহান ৩০ রান করে সাজঘরে ফিরলেও শেষপর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৪৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম। ১৮৫ রানে শেষ হয় রংপুরের ইনিংস। 

কুমিল্লার হয়ে বোলিংয়ে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। এছাড়া একটি করে উইকেট পান বর্ষণ, নারিন, মুশফিক এবং তানভির।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সুনিল নারিনের উইকেট হারায় কুমিল্লা। তবে এরপর তৌহিদ হৃদয় এবং লিটন দাস ১৪৩ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ৪৩ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন হৃদয়। এরপর ধীরে শুরু করেও শেষপর্যন্ত ৫৭ বলে ৮৩ রানের দারুণ ইনিংস খেলে দলকে বিপদমুক্ত করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক লিটন দাস। মইন আলির ১২* সাথে আন্দ্রে রাসেল ২ রানে অপরাজিত থেকে দলকে ৬ উইকেটের বড় জয় এনে দেন।

রংপুরের হয়ে বোলিংয়ে ফজল হক ফারুকী ২ উইকেট নেন। একটি করে উইকেট পান মেহেদী ও আবু হায়দার। ম্যাচসেরা হয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়