শিরোনাম
◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচে হারের পর নেতৃত্বে পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানকে সরিয়ে লিটন দাসকে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক পরিবর্তনের বিষয়টি জানান রংপুর কোচ মিকি আর্থার।

দিন দুয়েক আগে সোহান আমার কাছে এসে বলেছে, সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চায়। আমার মনে হয়েছে, সে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চায়। --- অলআউট স্পোর্টস

সৌভাগ্যবশত জাতীয় দলের অধিনায়ককে আমরা পেয়েছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, টুর্নামেন্টের বাকি সময়টায় সে আমাদের নেতৃত্ব দেবে।

তারকায় ঠাসা দল নিয়ে এবারের বিপিএল শুরু করা রংপুর সবশেষ তিন ম্যাচেই হেরেছে। আট ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তারা। শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিতের দৌড়ে এগিয়ে আছে তারাই।

এবারের আসরে এখন পর্যন্ত এক কথায় জঘন্য পারফর্ম করেছেন সোহান। টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে থাকা এই উইকেটকিপার-ব্যাটার ছয় ইনিংসে করেছেন মাত্র ৩০ রান। কোনো ইনিংসেই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি হলো ৯ রানের।

অন্যদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্বে দিতে যাওয়া লিটন জানান, আপাতত তার সব মনোযোগ বিপিএলেই।

এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই। যেহেতু একটা ফ্র‍্যাঞ্চাইজি হয়ে খেলছি। সম্পূর্ণ নিবেদন এখানে আমার ফ্র‍্যাঞ্চাইজির জন্যই থাকবে। তারা যখন নিজেদের ইচ্ছায় এই জিনিসটা চেয়েছে, ফ্র‍্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, আমার দায়িত্ব এটা গ্রহণ করা। আমার মনে হয়, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।”

ব্যাট হাতে এবারের বিপিএলে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লিটন। ৮ ইনিংসে করেছেন ১৬২ রান, নেই কোনো ফিফটি।

রানে ফিরতে চেষ্টার কোনো কমতি নেই জানিয়ে রংপুরের নতুন অধিনায়ক বলেন, “ব্যাটসম্যান হিসেবে যখন খেলেছি, শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। অধিনায়ক হিসেবে আরেকটু দায়িত্ব বেশি থাকবে। ব্যাটিং করার সময় আমি শুধুই ব্যাটসম্যান। তখন আমার কাজটা থাকবে রান করার। চেষ্টা করব এখান থেকে শতভাগ করার।

শনিবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়