স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব শেষদিকে মিনহাজুল আবেদীন নান্নুর। তার সঙ্গে নতুন করে আর চুক্তি করেনি বিসিবি। তার দায়িত্ব ফেব্রুয়ারি মাসের কয়েকটা দিন বাকি থাকলেও তানজিদ হাসান তামিমের মতো তরুণদের নিয়ে জানালেন পরিকল্পনা।
প্রধান নির্বাচক নান্নু গনমাধ্যমকে বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরেছে। নিয়মিত এ ধারায় থাকলে সে দলকে ভালো কিছু দিতে পারবে। সিরিজ সিস্টেমের মধ্যে আছে। সে তো সিস্টেমের বাইরে নেই। যখন যাকে মনে করবে তখন তাকে ইউটিলাইজড করা হবে। -যুগান্তর
সম্ভবত, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সমালোচিত চরিত্র মিনহাজুল আবেদীন। সাফল্যের ভাগটাও তার প্রাপ্য। নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে প্রধান নির্বাচক বলেন, গত ১০ বছরের র্যাঙ্কিংগুলো দেখেন। সবকিছু মিলে আত্মতুষ্টি তো আছেই কাজের মধ্যে। সমালোচনা হবেই, এটা দেখাটা জরুরি না।
নারী উইং প্রধানের দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার। নিজের দায়িত্ব নিয়ে জানতে চাইলে মিনহাজুল আবেদিন বলেন, দায়িত্ব এখন কি নেব সেটা এখনো ঠিক হয়নি। কোনো আক্ষেপ নেই, যথেষ্ট ভালোভাবেই সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। রিপোর্ট: মো.ফয়সাল আহমেদ
এফএ/ এমটি