শিরোনাম
◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্থানকে ১৫৫ রানের ব্যাবধানে হারিয়েছে স্বাগতিকরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৪ বলে ৯৭ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

রোববার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৬ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় আফগানরা। ফলে ১৫৫ রানে জয় পায় শ্রীলঙ্কা।

দুর্দান্ত ফিফটি হাঁকান অধিনায়ক কুশল মেন্ডিস। ৬ বাউন্ডারি ১ ছক্কায় ৬৫ বলে ৬১ রান করেন তিনি। সাদিরা সামারাবিক্রমা ৬১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। আরেকটি ফিফটি আসে জেনিথ নিয়ানেজের ব্যাট থেকে। ৪৮ বলে ৫০ করেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২০ বলে ৮ রান করে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৯৭ রানের দারুণ জুটি করে দলকে সামনে এগিয়ে যান তারা। দুইজনেই হাঁকান ফিফটি। ৭৬ বলে ৫৪ রান করে আউট হয়ে যান ইব্রাহিম।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রহমত শাহও। ৬৯ বলে ৬৩ রান করে সাজঘরের ফেরেন তিনি। শেষ দিকে ২৫ রান করতেই পড়ে যায় ৮ উইকেট। ফলে বিশাল হারেই সিরিজ খুইয়ে ফেলে আফগানিস্তান। শ্রীলঙ্কার হয়ে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়