শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় শীর্ষস্থান নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করছে জিরোনা

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদ নয়, এবার রিয়াল মাদ্রিদের লড়াই চলছে কাগজে-কলমে দুর্বল ক্লাব জিরোনার। মৌসুম শুরুর পর থেকে এখনও পর্যন্ত অসাধারণ লড়াই করে যাচ্ছে তারা। এ নিয়ে ১৪ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো। ১৩ রাউন্ড পর্যন্ত জিরোনা ছিলো শীর্ষে। ১৪তম রাউন্ডে এসে, সোমবার দিবাগত রাতে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই শীর্ষস্থান হারিয়েছে তারা।

আগেরদিন রিয়াল মাদ্রিদ ক্যাডিজকে ৩-০ গোলে হারানোর পরই হারিয়েছিলো জিরোনা। শীর্ষে উঠেছিলো রিয়াল। অনেকেই সেটাকে ‘আপাতত’ ধরে নিয়েছিলো। কারণ, জিরোনা যে ছন্দে রয়েছে, তাতে নিজেদের মাঠে অ্যাথলেটিকোকে হারিয়ে দেবে, সেটা ছিল প্রায় নিশ্চিত।

কিন্তু অনিশ্চয়তার খেলা ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। জিরোনার মাঠেও তেমন ঘটনা ঘটিয়ে দিলো অ্যাথলেটিক ক্লাব। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লো তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। যে কারণে ১৪তম ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে থাকলেও একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে জিরোনা। সূত্র: গোলডটকম

প্রথমার্ধে কেউ কোনো গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধেই হলো দুই দলের গোল দুটি। ৫৫তম মিনিটে প্রথমে লিড নেয় জিরোনা। ভিক্টর সিগানকভ গোল করে এগিয়ে দেন জিরোনাকে। লিডটা তারা ধরে রাখতে পেরেছিলো এরপর মাত্র ১২ মিনিট। ম্যাচের ৬৭তম মিনিটের মাথায় গোলটি পরিশোধ করে দেন অ্যাথলেটিক ক্লাবের ইনাকি উইলিয়ামস। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না

এসআর/টিএবি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়