শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় শীর্ষস্থান নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করছে জিরোনা

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদ নয়, এবার রিয়াল মাদ্রিদের লড়াই চলছে কাগজে-কলমে দুর্বল ক্লাব জিরোনার। মৌসুম শুরুর পর থেকে এখনও পর্যন্ত অসাধারণ লড়াই করে যাচ্ছে তারা। এ নিয়ে ১৪ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো। ১৩ রাউন্ড পর্যন্ত জিরোনা ছিলো শীর্ষে। ১৪তম রাউন্ডে এসে, সোমবার দিবাগত রাতে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই শীর্ষস্থান হারিয়েছে তারা।

আগেরদিন রিয়াল মাদ্রিদ ক্যাডিজকে ৩-০ গোলে হারানোর পরই হারিয়েছিলো জিরোনা। শীর্ষে উঠেছিলো রিয়াল। অনেকেই সেটাকে ‘আপাতত’ ধরে নিয়েছিলো। কারণ, জিরোনা যে ছন্দে রয়েছে, তাতে নিজেদের মাঠে অ্যাথলেটিকোকে হারিয়ে দেবে, সেটা ছিল প্রায় নিশ্চিত।

কিন্তু অনিশ্চয়তার খেলা ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। জিরোনার মাঠেও তেমন ঘটনা ঘটিয়ে দিলো অ্যাথলেটিক ক্লাব। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লো তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। যে কারণে ১৪তম ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে থাকলেও একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে জিরোনা। সূত্র: গোলডটকম

প্রথমার্ধে কেউ কোনো গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধেই হলো দুই দলের গোল দুটি। ৫৫তম মিনিটে প্রথমে লিড নেয় জিরোনা। ভিক্টর সিগানকভ গোল করে এগিয়ে দেন জিরোনাকে। লিডটা তারা ধরে রাখতে পেরেছিলো এরপর মাত্র ১২ মিনিট। ম্যাচের ৬৭তম মিনিটের মাথায় গোলটি পরিশোধ করে দেন অ্যাথলেটিক ক্লাবের ইনাকি উইলিয়ামস। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না

এসআর/টিএবি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়