শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:১৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী লেবাননকে রুখে দিল বাংলাদেশ 

তারিক আল বান্না: [২] বিশ্ব র‌্যাংকিংয়ে চেয়ে অনেক উপরে থাকা লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের হোম ম্যাচে দারুণ খেলে ড্র করেছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে দুদলের জমজমাট ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। গোল দুটি হয় মাত্র ৫ মিনিটের ব্যবধানে ম্যাচের দ্বিতীয়ার্ধে।  

[৩] প্রথমার্ধের ২৪ মিনিটে বাংলাদেশের জামাল ভূঁইয়ার কর্নারে বিশ্বনাথের দুর্বল হেড সহজেই ধরেন লেবাননের গোলরক্ষক মোস্তাফা মাতার। পরের মিনিটে  গোল করতে ব্যর্থ হন মো. জুয়েল রানা। ৩৪ মিনিটে ডান দিক থেকে ফাহিমের ক্রস বক্সে অরক্ষিত মোরসালিনের পায়ের কাছে বল পড়লেও শট নিতে পারেননি। তিন মিনিট পর বক্সের মাথা থেকে নেওয়া লেবানিজ স্ট্রাইকার জিহাদ আইয়ুবের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির বাঁশির আগের মিনিটে আবার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। আবার সেই মোরসালিন সহজ সুযোগ নষ্ট করেছেন।

[৪] ম্যাচের ৬৭ মিনিটে থাকা বাংলাদেশের রক্ষণভাগ আর গোলরক্ষক শ্রাবণের ভুলে লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান (১-০)। তবে সে গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ৭২ মিনিটে দলকে সমতায়  ফেরান বাংলাদেশের মোরসালিন (১-১)।

[৫] র‌্যাংকিংয়ের ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশ ও ১৮৩ নম্বরে থাকা লেবাননের মধ্যে এবারেরটি সহ মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হলো। তারমধ্যে বাংলাদেশ একটিতে জয়ী হয়েছে, হেরেছে দুটিতে। আর ড্র করেছে একটিতে।  

[৬] বাছাইপর্বের শুরুটা বাংলাদেশের ছিল একেবারেই হতাশার। গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে ০-৭ গোলের শোচনীয়ভাবে হেরে যায়। তবে মঙ্গলবারের ম্যাচে ড্র করে কৃতিত্বই দেখালো বাংলাদেশ। 

[৭] ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপে ‘আই’ গ্রুপে বাংলাদেশ, লেবানন ও অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে ফিলিস্তিন। 

[৮] বাংলাদেশের বাকি ম্যাচগুলো হবে ঢাকায় আগামী ২১ মার্চ ও রামাল্লায় ২৬ মার্চ ফিলিস্তিনের সঙ্গে, ৬ জুন ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১১ জুন বৈরুতে লেবাননের বিরুদ্ধে। তবে যুদ্ধবিধ্বস্থ ফিলিস্তিন ও লেবানন দল বাংলাদেশের বিপক্ষে তাদের হোম ম্যাচগুলো নিরুপেক্ষ ভেন্যুতে খেলতে পারে।  সম্পাদনা: এল আর বাদল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়