শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় লেবানন দল 

স্পোর্টস ডেস্ক: [২] ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপের দলগুলোর খেলায় একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও লেবানন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। অপরদিকে, একই গ্রুপের আরেক ম্যাচে ফিলিস্তিনির সঙ্গে গোলশূন্য ড্র করেছে লেবানন। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আর ম্যাচের চার দিন বাকি থাকলেও এরই মধ্যে ঢাকায় পা রেখেছে লেবানন দল।

[৩] শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৮টায় ঢাকায় পৌঁছায় লেবানন দল। হযরত শাহজালাল বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই ঘণ্টা সময় লাগে। হোটেলে বিশ্রামের পর বিকেলে অনুশীলন করে দলটি।

[৪] আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯ ও ২১ নভেম্বরের অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

[৫] বাংলাদেশ ও লেবাননের মধ্যে এ পর্যন্ত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে বাংলাদেশ একটিতে জয়ী হয়েছে, হেরেছে দুটিতে। ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লেবানন ২৩ জুলাই ০-৪ গোলে হেরে যায়। আর ২৮ জুলাই ফিরতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে। চলতি বছরের ২২ জুন সাফ ফুটবলের অতিথি দল হিসেবে খেলতে আসা লেবানন ২-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে। 

[৬] বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৩ এবং লেবানন ১০৪ নম্বরে। এই হিসেবে লেবানন বাংলাদেশের তুলনায় বেশ শক্তিশালী। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়