শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বৃষ্টির আশঙ্কা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

সাঈদুর রহমান: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ালেও, শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে শনিবার আবারো মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই সিরিজের আয়োজন করেছিলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। প্রথম ম্যাচে নিজেদের ঠিকই ঝালিয়ে নিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। মোস্তাফিজ ও নাসুমের বোলিং তোপে বিধ্বস্ত হয়েছে কিউইদের ব্যাটিং লাইন। তাই দ্বিতীয় ম্যাচে নিজেদের ভুল গুলো শুদ্ধরে নিয়ে মাঠে নামবে সফরকারীরা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে কিউই বোলাররা মিরপুরের উইকেট পরোখ করে দেখতে পারেননি । 

অন্যদিকে দীর্ঘদিন পর টাইগারদের একাদশে ফিরেছেন সৌম্য সরকার, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে এই তিন ক্রিকেটারের উপর কড়া নজর রেখেছে নির্বাচকরা। বিশ্বকাপে তামিমের জায়গা নিশ্চিত হলেও এখনো ঝুলছে মাহমুদুল্লাহ ও সৌম্যের ভাগ্য। নিজেদের প্রমাণ করার সিরিজে প্রথম ম্যাচেই ব্যাট হাতে মাঠে নামতে পারেননি এই দুই ক্রিকেটার। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে আলোছড়াতে মুখিয়ে আছে এই দুই ব্যাটার। অলরাউন্ডার কোটায় একাদশে জায়গা পেয়ে বোলিংয়ে রান রেট ঠিক রাখলেও উইকেট পাননি এই সৌম্য।

দুই দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিরিজ জিততে হলে দুদলের জন্য জয়ের বিকল্প নেই। তাই দুই দলই চাইবে দ্বিতীয় ম্যাচ সিরিজে এক হাত রাখতে। কিন্তু প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে টাইগারদের হোম অব ক্রিকেটে। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়