শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৬ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে দামি ক্রিকেটার মুশফিক

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এর আগে ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে বিসিবি। এতে ২০৩ জন দেশী ক্রিকেটারকে ভাগ করা হয়েছে ৭ ক্যাটাগরিতে। এদিকে জাতীয় দলে সাকিব-তামিমরা সরাসরি চুক্তিতে দলে পেলেও এখনো দল নিশ্চিত হয়নি মুশফিকুর রহিমের। 

তাই একমাত্র ক্রিকেটার হিসেবে এ’ ক্যাটাগরিতে আছেন মুশফিক। তাঁর পারিশ্রমিক ৮০ লক্ষ টাকা। অপরদিকে 'বি' ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার। আফিফ হোসেন, এবাদত হোসেন, ইমরুল কায়েস এবং রনি তালুকদারকে নিয়ে এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫০ লক্ষ টাকা।

সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার যাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলামরা।আর ২০ লাখ টাকা পারিশ্রমিকের ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান সহ আরও অনেকে আছেন এই ক্যাটাগরিতে। 

আর প্লেয়ার্স ড্রাফটে সবথেকে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন এবার ই’ ক্যাটেগরিতে। যেখানে পারিশ্রমিক ১৫ লাখ টাকা। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে 'ই' ক্যাটেগরির পরিচিত মুখ।

১০ লাখ টাকা পারিশ্রমিকের এফ, ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। আর  জি’ ক্যাটেগরির ৪৫ জন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে সবথেকে কম-৫ লাখ টাকা। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়