শিরোনাম
◈ কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার ◈ তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান, নিরাপত্তা নিয়ে শঙ্কা জোরালো ◈ ধামরাইয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু ◈ বাংলাদেশে চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইনের উদ্বোধন: ১২ ঘণ্টায় পৌঁছাবে ৫০ লাখ লিটার তেল ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের জন্য ছিল বড় মানসিক প্রেরণা: প্রধান উপদেষ্টা ইউনূস ◈ কোন সরকার পার পায় নাই, যেখানে আমার পরিবারের সদস্য নাই: হুম্মাম কাদের (ভিডিও) ◈ শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বনানীর সিসা বারে যুবক হত্যা; সিসিটিভিতে ধরা পড়লো মর্মান্তিক দৃশ্য (ভিডিও) ◈ মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এজন্য অটোমেটেড ভূমি সেবা চালু করা হচ্ছে : ভূমি উপদেষ্টা ◈ এনসিপিতে যোগ দেয়ার প্রশ্নে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৩, ০২:১৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৩, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে জাতীয় দলে ফিরলেন নেইমার

নেইমার জুনিয়র

স্পোর্টস ডেস্ক: ২০২২ বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে উপস্থিত ছিলেন না নেইমার জুনিয়র। এরপর চোটে পড়ে মাঠের বাইরেই সময় কেটেছে তার। অবশেষে ব্রাজিল দলে ফিরছেন এই সাবেক পিএসজি ফরোয়ার্ড।  

আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ হবে বলিভিয়ায় এবং চার দিন পর অন্যটি পেরুর মাটিতে। এই দুই ম্যাচের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন সেলেসাওদের নতুন কোচ ফের্নান্দো দিনিজ। সূত্র: বাংলানিউজ২৪

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। কয়েকদিন আগেই পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারের সঙ্গে ব্রাজিলের আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। আছেন টটেনহাম তারকা রিচার্লিসনও।

মাঝমাঠে আগের মতোই থাকছেন অন্যতম প্রধান ভরসা কাসেমিরো। তার সঙ্গে আরও আছেন নিউক্যাসলের দুই ফুটবলার জোয়েলিংতন ও ব্রুনো গুইমারেজ। তবে জায়গা হয়নি লুকাস পাকেতার। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লদির মতো তারকারা। তিন গোলরক্ষকের দুজন- লিভারপুলের আলিসন ও ম্যানচেস্টার সিটির এদেরসন। তাদের সঙ্গে আছেন আতলেতিকো প্যারানায়েন্সের গোলরক্ষক বেন্তো। সূত্র: স্কাইস্পোর্টস  

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল: 

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো প্যারানায়েন্স) 

রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), ভানদারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), কাইও হেনরিক (মোনাকো), গাব্রিয়েল ম্যাগালহেইস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)

ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়