স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৪ আগস্ট) শুরু হচ্ছে আসর। অস্ট্রেলিয়ার ডারউইনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার হয়েছে ট্রফি উন্মোচন। সমুদ্রপাড়ে পাকিস্তান শাহিনসের অধিনায়কের সঙ্গে পোজ দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান।
বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনসসহ টপ এন্ড টি-২০ সিরিজে মোট ১১টি দল অংশ নিচ্ছে। অন্য ৯টি দল হলো- নেপাল, অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমি, শিকাগো কিংসম্যান, মেলবোর্ন স্টার্স অ্যাকাডেমি, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, হোবার্ট হারিকেনস অ্যাকাডেমি, মেলবোর্ন রেনেগাদস অ্যাকাডেমি, পার্থ স্কোচার্চ অ্যাকাডেমি ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
২৪ আগস্ট টুর্নামেন্টে ফাইনালসহ মোট ৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলবে। এখান থেকে সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায়।
রবিন রাউন্ড লিগে বাংলাদেশ ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্কোচার্চ অ্যাকাডেমি, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স অ্যাকাডেমি ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির বিপক্ষে খেলবে।