শিরোনাম
◈ স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা সেই কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত ◈ হজ ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা ◈ ক্লোরেটের মাত্রা বেশি, যুক্তরাজ্যে আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য ◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড় ◈ সিলেটে অবৈধ পাথর উত্তোলনে অভিযান: সাদা পাথরে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, জাফলংয়ে ১০০ নৌকা ধ্বংস ◈ মার্কিন শুল্ক এড়াতে ও স্থানীয় বাজার দখলে ইন্দোনেশিয়ায় নজর চীনা বিনিয়োগকারীদের

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী 

স্পোর্টস ডেস্ক : ভারতের এক নামকরা ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন অভিনেত্রী কাশিস কপূর। জানালেন, সেই ক্রিকেটার প্রেমের ভান করে দেখা করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে। সেই ক্রিকেটারকে কাশিস বর্ণনা করেছেন ‘অস্বস্তিকর’ বলে।

ফিল্মিজ্ঞান ভাইরাল’-এ সাক্ষাৎকারে দিতে গিয়ে এই ঘটনার কথা উল্লেখ করেছেন কাশিস। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও খ্যাতনামীর সঙ্গে তাঁর কথা হয়েছে কি না যাঁকে অস্বস্তিকর মনে হয়েছে। তখন কাশিস বলেন, “একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছিল। বেশ অস্বস্তিকর ছিল ওর আচরণ। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। রাজি হইনি।

কাশিস জানিয়েছেন, কোনও মানুষের পেশা কখনওই তাঁকে আকৃষ্ট করে না। বরং তাঁর ব্যক্তিত্ব অনেক বেশি জরুরি। বলেছেন, “আপনি নিজের বাড়িতে ক্রিকেটার হিসেবে পরিচিত হতে পারেন। কিন্তু আমার কাছে শুধুই একজন পুরুষ। শুধু আপনার পেশার জন্য আমি আকৃষ্ট হতে পারব না। ও ভেবেছিল ক্রিকেটার বলেই হয়তো ওর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ব। ব্যাপারটা এতটাও সহজ নয়।

কাশিস জানিয়েছেন, ক্রিকেট খেলাটার প্রতি তাঁর সম্মান রয়েছে। কিন্তু আকৃষ্ট হওয়ার মতো কিছু নেই। তাঁর কথায়, “ক্রিকেটার হওয়া স্রেফ একটা পেশা। আমি সম্মান করি। কিন্তু আমার সঙ্গে কেউ ব্যাট বা বল করছে না যে তার প্রতি আকৃষ্ট হব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়