শিরোনাম
◈ স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা সেই কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত ◈ হজ ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা ◈ ক্লোরেটের মাত্রা বেশি, যুক্তরাজ্যে আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য ◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড় ◈ সিলেটে অবৈধ পাথর উত্তোলনে অভিযান: সাদা পাথরে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, জাফলংয়ে ১০০ নৌকা ধ্বংস ◈ মার্কিন শুল্ক এড়াতে ও স্থানীয় বাজার দখলে ইন্দোনেশিয়ায় নজর চীনা বিনিয়োগকারীদের

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব‌্যবসায়ী কন‌্যার স‌ঙ্গে বাগদান সম্পন্ন শ‌চিনপুত্র অর্জুন টেন্ডুলকা‌রের

স্পোর্টস ডেস্ক : জীবনের নতুন ইনিংস শুরু করলেন অর্জুন টেন্ডুলকার। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান পর্ব সারলেন শচিন টেন্ডুলকারের ছেলে। বুধবার ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে বাগ্‌দান পর্ব। উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ অল্প কিছু আত্মীয় এবং বন্ধু। ---- আনন্দবাজার

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই হলেন শচিন-পুত্র। 

২৫ বছরের অর্জুন পেশাদার ক্রিকেটার। বাঁহাতি পেসার। ব্যাটের হাতও খারাপ নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। লিস্ট ‘এ’ (ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট) ম্যাচ খেলেছেন ১৮টি।

সানিয়াও ব্যবসায়ী। তাঁর নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান। সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নন সানিয়া। খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনও পছন্দ করেন না। সাধারণ ভাবে থাকতে ভালবাসেন। বেশ কিছু দিন ধরে তিনি এবং অর্জুন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। দুই পরিবারের সম্মতিতে চার হাত এক করার সিদ্ধান্ত হয়।

শচিনের মেয়ে সারা টেন্ডুলকারকে নিয়ে নানা জল্পনা মাঝে মধ্যে শোনা যায়। এক সময় শোনা গিয়েছিল, শুভমন গিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সারা। যদিও কোনও পক্ষই সেই জল্পনা সত্যতা স্বীকার করেননি। অর্জুনকে নিয়ে তেমন জল্পনা শোনা যায় না। তবু চমক এল তাঁর কাছ থেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়