রাজধানীর বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে '৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয় বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন।
তিনি বলেন, “পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
৩১ বছর বয়সী রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা। ছুরিকাঘাত করা ব্যক্তিরা রাব্বির পূর্বপরিচিত বলে ধারণা করছে পুলিশ।
ওসি সারোয়ার বলেন, "রাব্বিসহ অভিযুক্তরা প্রায়ই ওই সিসা বারে যেতেন। সিসা বার থেকে নামার সময় দ্বিতীয় তলার সিঁড়িতে আরও ৪-৫ জনের সঙ্গে কথা কাটাকাটি হয় রাব্বির। একপর্যায়ে রাব্বির বাম পায়ের উরুতে তিনটি ও ডানহাতে একটি ছুরিকাঘাত করা হয়।”
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে ওসি সারোয়ার বলেছেন, ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে।
পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।
রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।