শিরোনাম
◈ গুলশানে চাদবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব ◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায়

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০১:৪৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইলস্টোন ট্র্যাজেডি : আমি আমার মেয়েকে জীবিত চাই ; নইলে ক্ষতি পূরণ চাই!

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির মেধাবী একজন শিক্ষার্থীর নাম ওকিয়া ফেরদৌস নিধি। পড়াশোনা করে বড় হয়ে সে একদিন ডাক্তার হবে এই ছিল তার জীবনের স্বপ্ন। কিন্তু বিমান দুর্ঘটনা অকালে তার তাজা প্রাণ কেড়ে নিয়েছে। এতে করে নিধি'র এবং  তার পরিবারের সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। শোকে কাতর  এখন পুরো পরিবারটি।  

জানা গেছে,  রাজধানীর উত্তরা- তুরাগের ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্হায়ী ক্যাম্পাসে ভয়াবহ  বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে মৃত্যু বরণ করেছেন তুরাগের চন্ডাল ভোগ গ্রামের স্হায়ী বাসিন্দা মো: ফারুক হোসেনের মেয়ে ওকিয়া ফেরদৌস নিধি। ছোট মেয়েকে হারিয়ে তার পরিবার ও আত্নীয় স্বজনরা শোকে মর্মাহত। কান্না জনিত কন্ঠে  নিহত নিধি'র বাবা ফারুক হোসেন বলেন, আমি এখন কি নিয়ে বাঁচব। আমার আদরের সন্তান নিধি  এবং মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমি এখন কিভাবে বাঁচবো। আমি আমার মেয়েকে জীবিত অবস্থায় দেখতে চাই ; ফেরত চাই?  নইলে ক্ষতি পূরণ চাই! এ কথা বলে তিনি বার বার কান্নায় ভেঙ্গে পড়েন নিহত শিক্ষার্থীর পিতা ফারুক হোসেন ।

আজ বুধবার (১৩ আগষ্ট, ২০২৫) ইং তুরাগের চন্ডাল ভোগ গ্রামে এ প্রতিবেদকের  সাথে একান্ত সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে এবং  কান্নাজনিত কন্ঠে  ফারুক হোসেন (তিনি) এসব কথা বলেন।

তথ্য অনুসন্ধানে ও খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ জুলাই, ২০২৫।  মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনায় তৃতীয় শ্রেণি বাংলা বিভাগের  শিক্ষার্থী  ওকিয়া ফেরদৌস নিধি মৃত্যু বরণ করেন। তার স্কুল কোড হল ২০২১। সেকশন- স্কাই। শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫ ইং। তিন মেয়ে সন্তানের জনক মো: ফারুক হোসেন। পিতা মরহুম মো: আরব আলী। স্ত্রী সালমা আক্তার ও তিন মেয়েকে নিয়ে তুরাগের চন্ডাল ভোগ গ্রাম, বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)'র  ৫৩ নং ওয়ার্ডে নিজ বাড়িতে সপরিবারে বসবাস করতেন।  পেশায় তিনি একজন ব্যবসায়ী।

ফারুক হোসেন এ প্রতিবেদককে জানান, আমার তিন মেয়ের মধ্যে  নিধি ছিল পরিবারের সবার ছোট। বড় মেয়ে নীরা মণি'র বিয়ে দিয়েছি। মেজো মেয়ে  নুসরাত জাহান  নওরিণ মাইলস্টোন ডিয়াবাড়ি ক্যাম্পাসে একাদশ শ্রেণির কমার্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিমান দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, গত ২১ জুলাই, ২০২৫ ইং সকালে নিধি প্রতিদিনের মত তার মার সাথে ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যায়। সকালের নাস্তা হিসেবে ক্যান্টিন থেকে বার্গার ও স্কুলে লেখার জন্য  দু'টি খাতাও তাকে কিনে দেয় মা।  এরপর মা নিজ বাসায় চলে আসে। দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাবা ফারুক হোসেন মেয়ের জন্য  বাসা থেকে ভাত, মুরগির মাংশ ও সাথে একটা  কুক এর বোতল কিনে মেয়ের হাতে পৌঁছে দিয়ে দুপুর ১ টার দিকে মেয়ের সাথে কথা বলে স্কুল থেকে নিজ বাসায় ফিরেন। এর অল্প সময় পর স্কুলে বিমান দুর্ঘটনার খবর শুনতে পান পরিবারের সদস্যরা।

কান্নাজনিত কন্ঠে ফারুক হোসেন এ প্রতিবেদককে বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার খবর পেয়ে স্কুলে  পাগলের মত দৌঁড়ে ছুটে  যাই। বহু জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে দেখতে না পেয়ে এক পর্যায়ে জ্ঞান  হারিয়ে ফেলি।

অবশেষে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, বার্ণ ইউনিট, উত্তরার কুয়েত মৌত্রি হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ আধুনিক মেডিকেল হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ অনেক জায়গায় খোঁজ খবর নেই। কিন্তু কোথাও মেয়ের সন্ধ্যান না পেয়ে অবশেষে ঢাকা ক্যান্টনমেন্টস্হ  সিএমএইচ হাসপাতাল  গিয়ে আমার মেয়ের মরদেহ দেখতে পাই। এরপর আমি ডিএমপি'র তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ করার ৪ দিন পর ডিএনএ  টেস্ট পরীক্ষা করা হয়। পরবর্তীতে  হাসপাতাল থেকে মরদেহ  বাসায় নিয়ে আসি। ওই দিনই রাত ১১ টার পর পারিবারিক কবরস্থানে আমার নিহত মেয়ে (নিধি)কে  দাফন করা হয়।

এক প্রশ্নের জবাবে নিধির বাবা ফারুক হোসেন জানান, আমার মেয়ের পছন্দের খাবারের মধ্যে রয়েছে - মুরগির মাংস,  (রোস্ট), বিরিয়ানি,  পিৎজা,  বার্গার,  সেন্টুজ, চটপটি ও ফুঁসকা। 

তিনি আরো বলেন, বড় হয়ে ওকিয়া ফেরদৌস নিধি চিকিৎসক (ডাক্তার) হতে চেয়েছিল। প্রতিদিন সে বাসায় ও স্কুলে নিয়মিত পড়াশোনা করতো। বাসায় একজন প্রাইভেট  শিক্ষক ছিল। এছাড়াও স্কুলে  নিয়মিত কোচিং করতো সে। আর ক্লাসে মনযোগী ছিল। ছবি আঁকা ছিল তার শখ।

অপর এক প্রশ্নের উত্তরে নিধি'র বাবা আরো জানান, বিমান দুর্ঘটনা পর বিএনপি'র  কেন্দ্রীয় নির্বাহী কমিটি, স্থায়ী কমিটির সদস্য সহ মহানগর উত্তর বিএনপি নেতারা শোক ও সমবেদনা জানাতে  আমার বাসায় আছেন।  এবিষয়ে  তারা খোঁজ খবর নেন এবং বর্তমান সরকারের পক্ষ থেকে  ক্ষতি পূরণ দেয়া কিংবা পাওয়ার ব্যাপারে  আলোচনা সাপেক্ষ প্রতিশ্রুতি (আশ্বাস) প্রদান করেন। তবে, কারও পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন টাকা হাতে পাইনি। কেউ কোন সাহায্য সহযোগীতা করেনি।

বর্তমান সরকার প্রধান ও মাইলস্টোন কর্তৃপক্ষের  নিকট দাবি জানিয়ে  নিহত শিক্ষার্থীর বাবা  আরো বলেন, আমার মেয়েকে ফেরত এনে দিন; না হয় ক্ষতিপূরণ দিন।  সরকারকারি ভাবে নিহত প্রত্যেক পরিবারকে ৫ কোটি টাকা (ক্ষতিপূরণ) এবং মাইলস্টোন কর্তৃপক্ষ ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য জোর দাবি করছি। 

উল্লেখ্য যে, গত ২১ জুলাই, ২০২৫ ইং দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে (এফ-৭ বিজিআই) মডেলের বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ  যুদ্ধ বিমান বেলা একটার পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ নিহতের সংখ্যা এখন পর্যন্ত  ৩৩ জনে দাঁড়িয়েছে এবং  প্রায় শতাধিক মানুষ অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়