স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য হামজা চৌধুরীকে নিয়েই প্রাথমিক দল তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সে সময় ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে যাওয়ায় এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কিন্তু তাকে দলে পেতে তার ক্লাব লেস্টার সিটির সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। --- অলআউট ম্পোর্টস
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে কাঠমান্ডু দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলোর জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঠিক করা হলেও তা এখনও প্রকাশ করেনি বাফুফে। ম্যাচগুলো সামনে রেখে বুধবার ক্যাম্প শুরু করেছে জাতীয় দল। এখান থেকে চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ হাভিয়ের কাবরেরা।
নেপালের বিপক্ষে ম্যাচ দুটিতে মিডফিল্ডার শমিত সোমকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমের। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডার লিগে ম্যাচ আছে শমিতের দল কাভারলির।
বুধবার সাংবাদিকদের আমের বলেন, “সেপ্টেম্বরে শমিতের ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে আমাদের প্রাথমিক দলে রাখা হয়নি। তবে হামজা চৌধুরী রয়েছেন।
কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে।
এখন পর্যন্ত পাঁচজন ক্যাম্পে যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা বৃহস্পতিবার এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের শুক্রবার যোগ দেওয়ার কথা রয়েছে।