ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে আরও ১৩ জন ফরম নিয়েছেন। এ নিয়ে দুই দিনে ফরম নিলেন মোট ২০ জন। এরমধ্যে ভিপি পদে সাতটি ফরম বিক্রি হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি আরও বলেন, দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।
তফসিল অনুযায়ী, ১৯ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।