শিরোনাম
◈ বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন, যে সুবিধা পাবেন ◈ নীতিগত ঘাটতিতে মধ্যপ্রাচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ, হালাল পণ্যে অদেখা ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা! ◈ 'দেশকে বিক্রি করে কিছু কইরেন না', উদ্যোক্তাদের জন্য আশিক চৌধুরীর তিন পরামর্শ (ভিডিও) ◈ তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ◈ ভয়ে পালাচ্ছে বাঙালি শ্রমিকরা: দিল্লি, নয়ডা, গুরুগ্রামে গৃহকর্মী সংকটে ভুগছে শতাধিক পরিবার ◈ কা‌কে ভোট দে‌বেন, সিদ্ধান্তহীনতায় ৪৮ শতাংশ মানুষ, দায় সরকার ও রাজনৈতিক দলের: বিআইজিডির জ‌রিপ ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে ১০ ব্যাটার আউট শূন্য রানে! ৪ রানে শেষ ইনিংস ◈ পতনের ধারায় শেয়ারবাজার, আসছে না ভালো কোম্পানি ◈ এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই: ববি হাজ্জাজ (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বির কাছ থে‌কে ৬ লাখ ৮৫ হাজার ডলার পারিশ্রমিক ফাঁস হওয়ায় মন খারাপ করেছেন আম্পায়ার টাফেল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা আইসিসি এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেলের সঙ্গে তার চুক্তির মেয়াদ ও পারিশ্রমিক নিয়ে পুনরায় আলোচনা করছে।

এর আগে বিসিবি ঘোষণা করেছিল, তিন বছরের একটি চুক্তির মাধ্যমে টাফেল বাংলাদেশের আম্পায়ার শিক্ষা কার্যক্রমের নেতৃত্ব দেবেন। -- ডেই‌লি ক্রিকেট

এ জন্য তাকে মোট ৬৮৫,০০০ মার্কিন ডলার (প্রায় ৮৩.৫৭ মিলিয়ন টাকা) দেওয়া হবে বলে জানানো হয়েছিল। 

প্রথম বছরে তিনি পাবেন ৩৩০,০০০ ডলার, দ্বিতীয় বছরে ১৮০,০০০ ডলার এবং তৃতীয় বছরে ১৭৫,০০০ ডলার। এছাড়া কোর্স পরিচালনা, থাকা ও স্থানীয় পরিবহনের যাবতীয় খরচ বহন করবে বিসিবি।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে টাফেল বাংলাদেশে আসবেন না। তবে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ এই গুঞ্জন অস্বীকার করেছেন।

তিনি বলেন, 'আমি জানিনা এসব গুজব কিভাবে শুরু হলো যে টাফেল আসছেন না। আসলে আমরা চুক্তির পারিশ্রমিক পুনরায় পর্যালোচনা করছি। মনে হচ্ছে তার চাহিদা কিছুটা বেশি। তাই পারিশ্রমিক কমানোর বিষয়ে আলোচনা চলছে। যদি কমানো সম্ভব হয়, তাহলে অপ্রয়োজনীয় বেশি টাকা কেন দেব?'

ইফতেখার আরও জানান, পারিশ্রমিক ফাঁস হওয়ার কারণে টাফেল মন খারাপ করেছেন।

তিনি বলেন, 'আমি সঠিক চুক্তির পরিমাণ প্রকাশ করতে চাই না। কারো বেতন প্রকাশ করা কি ঠিক? তবুও কিছু তথ্য ফাঁস হয়েছে। সেটা দেখে টাফেল হতাশ হয়েছেন এবং আমাদেরকে ইমেইল করে জানতে চেয়েছেন কীভাবে এই তথ্য বাইরে এলো।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, 'চুক্তি চূড়ান্ত হওয়ার পরই যদি সম্ভব হয়, আমরা চুক্তির শর্তাদি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়