শিরোনাম
◈ নীতিগত ঘাটতিতে মধ্যপ্রাচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ, হালাল পণ্যে অদেখা ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা! ◈ 'দেশকে বিক্রি করে কিছু কইরেন না', উদ্যোক্তাদের জন্য আশিক চৌধুরীর তিন পরামর্শ (ভিডিও) ◈ তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ◈ ভয়ে পালাচ্ছে বাঙালি শ্রমিকরা: দিল্লি, নয়ডা, গুরুগ্রামে গৃহকর্মী সংকটে ভুগছে শতাধিক পরিবার ◈ কা‌কে ভোট দে‌বেন, সিদ্ধান্তহীনতায় ৪৮ শতাংশ মানুষ, দায় সরকার ও রাজনৈতিক দলের: বিআইজিডির জ‌রিপ ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে ১০ ব্যাটার আউট শূন্য রানে! ৪ রানে শেষ ইনিংস ◈ পতনের ধারায় শেয়ারবাজার, আসছে না ভালো কোম্পানি ◈ এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই: ববি হাজ্জাজ (ভিডিও) ◈ বৃষ্টির ঘাটতি পূরণে ইউএই’র ১৮৫টি ক্লাউড সিডিং মিশন, ক্লাউড সিডিং যেভাবে কাজ করে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের এশিয়া কাপ দল থে‌কে গিল, জয়সওয়াল ও রাহুল‌কে বাদ দি‌চ্ছেন গম্ভীর-আগরকর?

স্পোর্টস ডেস্ক :  আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এশিয়া কাপকে দেখেছে ভারত। এই প্রতিযোগিতা থেকেই বিশ্বকাপের দল তৈরি করে ফেলতে চাইছেন গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা। আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ। সেই প্রতিযোগিতায় ভারতীয় দলে তিন বড় নামের দেখা না-ও মিলতে পারে। তাঁরা হলেন— শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

সংবাদ সংস্থা পিটিআই এক রিপোর্টে জানিয়েছে, ১৯ বা ২০ অগস্ট এশিয়া কাপের দল নির্বাচন করতে পারেন আগরকর। সবটাই নির্ভর করছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের উপর। তারা প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস রিপোর্ট পাঠাবে। সেটা দেখে দল নির্বাচন করা হবে।

রিপোর্টে বলা হয়েছে, এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা না-ও করতে পারেন গম্ভীর ও আগরকর। ভারতের টপ ও মিডল অর্ডার প্রায় পাকা। গত কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন ও চার নম্বরে খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। পাঁচ নম্বরে হার্দিক পাণ্ড্য।

ব্যাটিং অর্ডারে জায়গা পাচ্ছেন না শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। সংবাদ সংস্থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, “অভিষেক এখন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। 

উইকেটরক্ষক ও ব্যাটার হিসাবে সঞ্জুর দুর্দান্ত মরসুম কেটেছে। সূর্য অধিনায়ক। তিলকও নিজেকে প্রমাণ করেছে। তাই শুভমনের জায়গা হচ্ছে না। যশস্বীকেও দলে রাখা মুশকিল। এমনকি, রাহুলেরও জায়গা হচ্ছে না। আসলে এরা প্রত্যেকেই টপ অর্ডারের ব্যাটার। কিন্তু সেখানে জায়গা ভর্তি। সকলকে তো আর খেলানো যাবে না।

তিন জনের বাইরে আইপিএলে কমলা টুপির মালিক সাই সুদর্শনের জায়গাও হচ্ছে না এশিয়া কাপের দলে। 

সঞ্জু প্রথম পছন্দ হিসাবে খেললে দ্বিতীয় পছন্দ হিসাবে জিতেশ শর্মা বা ধ্রুব জুরেলের মধ্যে এক জনকে নেওয়া হবে। জিতেশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। তাই তাঁর খেলার সম্ভাবনাই বেশি। ঋষভ পন্থ চোট পাওয়ায় তাঁর কথা ভাবছেনই না নির্বাচক প্রধান আগরকর।

ছয় থেকে আট নম্বর পর্যন্ত অলরাউন্ডার খেলাবে ভারত। সেই তালিকায় রয়েছেন রিঙ্কু সিংহ (প্রধানত ব্যাটার, তবে বলটাও করতে পারেন), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে। নীতীশ কুমার রেড্ডি চোট পেয়েছেন। 

এশিয়া কাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। অলরাউন্ডারদের পর বিশেষজ্ঞ স্পিনার হিসাবে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। পেসারদের তালিকায় অর্শদীপ সিংহ ও জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ড সফরে পাঁচটার মধ্যে তিনটে টেস্ট খেলেছিলেন ভারতীয় পেসার। তবে এশিয়া কাপে পাওয়া যাবে তাঁকে। 

সেখানে খেললেও তার আগে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়তো খেলবেন না বুমরাহ। পাশাপাশি হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে এক জন সুযোগ পেতে পারেন এশিয়া কাপের দলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়