শিরোনাম
◈ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ স্লুইসগেট ◈ অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী (ভিডিও) ◈ প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ ◈ বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন, যে সুবিধা পাবেন ◈ নীতিগত ঘাটতিতে মধ্যপ্রাচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ, হালাল পণ্যে অদেখা ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা! ◈ 'দেশকে বিক্রি করে কিছু কইরেন না', উদ্যোক্তাদের জন্য আশিক চৌধুরীর তিন পরামর্শ (ভিডিও) ◈ তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ◈ ভয়ে পালাচ্ছে বাঙালি শ্রমিকরা: দিল্লি, নয়ডা, গুরুগ্রামে গৃহকর্মী সংকটে ভুগছে শতাধিক পরিবার ◈ কা‌কে ভোট দে‌বেন, সিদ্ধান্তহীনতায় ৪৮ শতাংশ মানুষ, দায় সরকার ও রাজনৈতিক দলের: বিআইজিডির জ‌রিপ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া সেলফি তুলতে আসায় ক্ষুব্ধ জয়া বচ্চন, ধাক্কার ভিডিও ভাইরাল

বলিউডের প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন আবারও রাগের কারণে শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক ব্যক্তি (যিনি নাকি একজন দলীয় কর্মী) অনুমতি ছাড়াই সেলফি তুলতে কাছে আসেন জয়ার কাছে।

অনুমতি ছাড়া ছবি তুলতে গেলে মুহূর্তেই জয়া ক্ষুব্ধ হন, নিজেকে সরিয়ে নেন এবং ওই ব্যক্তিকে ধাক্কা দেন।

এ ধাক্কা দেওয়ার ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দ্বিধাবিভক্ত। কেউ বলেন, ‘জয়ার ছবি তোলার কী প্রয়োজন ছিল?’ কেউ আবার বলেন, ‘এমন আচরণ একজন জনপ্রিয় ব্যক্তিত্বের কাছ থেকে কাম্য নয়।’ কিন্তু কেউ কেউ বলেন, ‘ভক্তদেরও উচিত সীমা জানা।’

ঘটনাস্থলে থাকা অনেকে এই আচরণে বিব্রত হয়ে পড়েন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ জয়ার এমন আচরণের তীব্র সমালোচনা করে তাকে ‘দাম্ভিক’ আখ্যা দিয়েছেন, অন্যরা আবার প্রশ্ন তুলেছেন, অনুমতি ছাড়া ছবি তোলার প্রয়োজনীয়তা নিয়েও।
ঘটনার সময় জয়ার সঙ্গে শিবসেনা নেত্রী প্রিয়াংকা চতুর্বেদীও উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর জয়া স্বাভাবিক আচরণে ফিরে এলেও আশপাশের লোকজন স্পষ্ট অস্বস্তিতে ছিলেন।

জয়া বচ্চন এর আগে বহুবার প্রকাশ্য স্থানে রাগের কারণে সমালোচিত হয়েছেন। ছবি শিকারী থেকে শুরু করে সহকর্মী—কাউকেই রেহাই দেননি তিনি। অমিতাভ-পত্নীর এই স্বভাবের কারণে বহুবার পরিবারের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়