তরুণ উদ্যোক্তাদের দেশ বিক্রি করে কিছু না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত যুব দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন আশিক চৌধুরী। তিনি তরুণ উদ্যোক্তাদের তিনটি পরামর্শ দিয়েছেন।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘ আপনাদের জন্য তিনটা ছোট পরামর্শ থাকবে। প্রথমটা (পরামর্শ) হচ্ছে— আপনাদের সামনে এখন একটা বড় সম্ভাবনার সময় পড়ে আছে। অনেক ধরনের সুযোগ আসবে। কিন্তু সবার প্রথমে দেশ, এই জিনিসটা ভুলে যাবেন না। যখন এরকম সম্ভাবনা আসবে... অনেক সময় ক্রসরোড (দুটি রাস্তার মিলনস্থল) আসবে, যখন বাঁয়েও যেতে পারেন, ডানেও যেতে পারেন। কিন্তু দেশকে বিক্রি করে কিছুই কইরেন না। ভবিষ্যতে একটা লম্বা সময় ধরে আপনি দেখবেন— আপনার পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম আপনার দিকে ফিরে আপনাকে ধন্যবাদ জানাবে।’
দ্বিতীয় পরামর্শে তিনি বলেন, ‘আমি অনেক দেশে চাকরি করেছি, অনেক দেশ ঘুরে এসেছি। আমি সত্যি সত্যি মনে করি যে বাংলাদেশের যারা তরুণ এবং আপনাদের যে শক্তি এটার সক্ষমতা দেশের কোনো যুব সমাজের তুলনায় একেবারেই কম না। একেবারেই তুলনাযোগ্য এবং প্রকৃতপক্ষে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের যুব সমাজের একটা শক্ত ধরনের সক্ষমতা রয়েছে। সেটাকে আমাদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। সেটাকে শক্তি হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু করতে হবে খুবই নিরহংকারভাবে।
কখনোই আমাদের এটা মনে করলে চলবে না যে আমরাই সবচেয়ে সেরা এবং আমাদেরকে কেউ একজন একদম যে সোনার থালায় করে আমাদের এনে দেবে। এটা আমাদের অর্জন করতে হবে। একই সঙ্গে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আমরা দেশ হিসেবে আমাদের দেশের সুনামটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি।’
তৃতীয় পরামর্শে তিনি বলেন, ‘আশা ছাড়া যাবে না। মাঝে মধ্যে মনে হয়— বাংলাদেশ খুবই ‘জটিল’ দেশ। অনেকে আমাদের হতাশ থাকে। অনেক সময় মনে হয় যে— আজকের দিনটা খুব খারাপ গেল, খুব হতাশার একটা দিন। অনেক কিছু করার জন্য সকালে ঘুম থেকে ওঠে বের হয়েছিলাম। যানজটেই সারাদিন চলে গেল... তো এরকম হবে। এরকম নিরাশার অনেক দিন আসবে। কিন্তু সেই দিন শেষে অনেক ভালো কিছুই হবে।’