শিরোনাম
◈ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ স্লুইসগেট ◈ অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী (ভিডিও) ◈ প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ ◈ বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন, যে সুবিধা পাবেন ◈ নীতিগত ঘাটতিতে মধ্যপ্রাচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ, হালাল পণ্যে অদেখা ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা! ◈ 'দেশকে বিক্রি করে কিছু কইরেন না', উদ্যোক্তাদের জন্য আশিক চৌধুরীর তিন পরামর্শ (ভিডিও) ◈ তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ◈ ভয়ে পালাচ্ছে বাঙালি শ্রমিকরা: দিল্লি, নয়ডা, গুরুগ্রামে গৃহকর্মী সংকটে ভুগছে শতাধিক পরিবার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই: ববি হাজ্জাজ (ভিডিও)

এমন কোনো বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাজনীতি অনেক বড় মাপের জিনিস। এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয়। এই বড় পরিধিতে কাজ করার জন্য অনুদানেরও প্রয়োজন হয়।

কিন্তু অনুদান আপনাকে কে দেবে? কেন দেবে?’ সম্প্রতি কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমার কথা যদি বলি— আমার দল গত ৮ বছর ধরে আর আমি রাজনীতিতে গত ১৫ বছর ধরে, আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট আমাদের বন্ধুরা আত্মীয়স্বজনরা অনেকে দেখেছেন, দেখে দলে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে অনুদান দেয়। অনেকেই যারা ইনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাট অনুদান দেয়।’

ববি বলেন, ‘আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন আপনাকে খুব বেশি লোকজন অনুদান দেবে না। তখন আপনার অসৎ উপায়ে যেতে হবে। অসৎ উপায়ে যাওয়ার দরকার নেই, যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান।আপনি আস্তে আস্তে বাড়বেন।’ 

ববি আরো বলেন, ‘আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে আট বছর আগে যদি এক্সাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চাঁদা তোলা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়