স্পোর্টস ডেস্ক : বুধবার ( ১৩ আগস্ট) রাতে উয়েফা সুপার কাপে পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম হটসপার। সবশেষ আসরের ইউরোপা লিগ জয়ী দলের সাথে লড়বে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা।
ইতালির উদিনেসে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। সবশেষ উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছিলো রিয়াল মাদ্রিদ।
প্রতিবছর ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার শুরুটা হয় সবশেষ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যকার লড়াই দিয়ে। সেই ধারাবাহিকতায় এবার নতুন মৌসুম শুরুর আগে অনুষ্ঠিত হওয়ার অপেক্ষা আরেকটি সুপার কাপের। যে লড়াইয়ে বুধবার দিবাগত রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামবে টটেনহ্যাম হটসপার। সবশেষ আসরে আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।
গত ২২ মে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে টটেনহ্যাম। একই মাসের ৩১ তারিখ ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে ফরাসি জায়ান্টরা।