শিরোনাম
◈ শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বনানীর সিসা বারে যুবক হত্যা; সিসিটিভিতে ধরা পড়লো মর্মান্তিক দৃশ্য (ভিডিও) ◈ মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এজন্য অটোমেটেড ভূমি সেবা চালু করা হচ্ছে : ভূমি উপদেষ্টা ◈ এনসিপিতে যোগ দেয়ার প্রশ্নে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ পাঁচ ম‌্যা‌চের সি‌রিজ খেল‌তে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ◈ কুমিল্লায় জেলের জালে উঠে এলো মর্টার শেল সদৃশ বস্তু ◈ নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ড. ইউনূস ◈ চাঁদপুরে মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে লাইটার জাহাজ ◈ দুধকুমোরের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে দগ্ধ আরও এক জেলের মৃত্যু, নিহত বেড়ে ৩

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আবদুল গনি খাঁ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। গনি খাঁ রায়পুর উপজেলার চর বংশী গ্রামের কালা খাঁর ছেলে।

এ নিয়ে একই ঘটনায় মোট তিনজন জেলের মৃত্যু হলো। এর আগে গত শনিবার রাতে আমজাদ হোসেন পাটোয়ারী (৪২) এবং মঙ্গলবার ভোরে মো. ফারুক হোসেন (৩৯) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন খাঁ জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গত ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রামগতি উপজেলার চরলক্ষ্মী ব্রীজঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারের চার জেলে—আবুল খায়ের (৪০), মো. ফারুক হোসেন (৩৯), আবদুল গনি খাঁ (৪৫) ও আমজাদ হোসেন পাটোয়ারী (৪২) দগ্ধ হন।

তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী হয়ে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সফিকুল ইসলাম জানান, গনি খাঁর মৃত্যুর বিষয়টি ঢাকার শাহবাগ থানা পুলিশ এবং তার স্বজনদের মাধ্যমে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়