শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনকল্যাণমূলক কাজের জন্য সিঙ্গাপুর গিয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: গত বছর কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে দুই বছরের চুক্তিতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যোগ দেওয়ার পর থেকে লিগে করেছেন ১৪ গোল। এদিকে কয়দিন আগেই শেষ হয়েছে সৌদি লিগের এবারের মৌসুম। আর এরপরই হুট করে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন সিআর সেভেন। সেখানে গিয়ে তাকে দেখা গেল প্যাডেল বল খেলতে এছাড়াও যুক্ত হয়েছেন আরও বেশ কিছু অনুষ্ঠানে। সূত্র: মাদারশিপ

তবে হুট করে এ মহাতারকার এমন সফরে ভক্তদের মনে জেগেছিল অনেক কৌতূহল। পরে অবশ্য তার ভ্রমণের মূল রহস্য জানা গেছে। জনকল্যাণমূলক কাজেই সিঙ্গাপুর গিয়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। দীর্ঘদিনের বন্ধু পিটার লিমের সঙ্গে দেখা করেছেন রোনালদো। সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখেছেন পর্তুগিজ তারকা ফুটবলার। 

এছাড়া গত শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, সিঙ্গাপুরে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের একমাত্র ট্রপিকাল গার্ডেন। সেখানে আমি বন্ধু পিটার লিমের এনপার্কসে গিয়েছি এবং এনপার্কসে পিটার লিম স্কলারশিপ দেখেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সূত্র: ইনস্টাগ্রাম

এদিকে শনিবার শেষ হয়েছে রোনালদোর এই সিঙ্গাপুর সফর। এ সফর শেষ হওয়ার আগে তিনি ভিক্টোরিয়া জুনিয়র কলেজের (ভিজেসি) ১ হাজার তরুণের সামনে তাদের স্বপ্ন পূরণের বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এবং শিশুদের সঙ্গে প্রীতি প্যাডেল বল খেলেছেন। এসময় এ খেলায়ও তিনি তার প্রতিভা দেখিয়ে ভক্তদের বিনোদন দেন। তার প্রতিপক্ষ হিসেবে খেলেছেন ১৭ বছর বয়সী প্রাকশিতা কুপ্পুসামি নামের এক তরুণ। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়