শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:২১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে সুপার লিগের পারফরম্যান্সে খুশি নন তামিম ইকবাল

তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের অক্টোবরেই শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এই টুর্নামেন্টের সেরা ৮ দলের লাইনআপ আগেই ঠিক হয়েছে। ওয়ানডে সুপার লিগের সেরা আট দল খেলার সুযোগ পাচ্ছে সরাসরি ভারত বিশ্বকাপে। যেখানে তিন নম্বরে থেকে ওয়ানডে সুপার লিগ শেষ করেছে তামিম ইকবালের দল। তবে এমন পারফরম্যান্সেও খুশি নন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিষয়ে কথা বলেন তামিম। সূত্র: ঢাকা পোস্ট

তামিম বলেন, সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম। কিন্তু খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি। সামনে সিরিজ আছে, এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে। এই সিরিজগুলো বিশ্বকাপ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে যেসব জায়গায় দুর্বলতা আছে, সেসব জায়গায় যতটুকু ভালো করা যায়। সূত্র: কালেরকন্ঠ

আফগানিস্তান ক্রিকেট দল দুই ধাপে বাংলাদেশ সফরে আসবে। প্রথম ধাপে আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে তারা। এরপর দু’দল একমাত্র টেস্টে মুখোমুখি হবে। ঈদের পর আগামী জুলাইয়ে দ্বিতীয় দফায় এসে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রশিদ খানরা। তবে আপাতত টেস্ট নিয়েই ভাবছেন তামিম।

এই সিরিজ নিয়ে নিজেদের চিন্তা-ভাবনার কথা স্পষ্ট করে তামিম বলছিলেন, ‘আশাকরি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়