স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের সাবেক ফুটবলার লুই সাহা মনে করেন, পিএসজি তারকা নেইমারকে নিয়ন্ত্রণ করতে চরম বেগ পোহাতে হবে ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগকে। নেইমারের সঙ্গে চুক্তি করা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে ম্যানইউ। গোল ডটকম
ফরাসি দৈনিক এল’ইকুয়েপের প্রতিবেদনে বলা হয়, চলতি গ্রীষ্মে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করতে চাচ্ছে পিএসজি। শোনা যাচ্ছে, তিনিও প্যারিস ছেড়ে চলে যেতে চাচ্ছেন। কারণ, তাকে বারবার ফরাসি সমর্থকদের দুয়ো শুনতে হচ্ছে।
তবে ম্যানইউ’র সাবেক স্ট্রাইকার লুই মনে করেন, রেড ডেভিল কোচ টেন হ্যাগের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে নেইমার। কারণ, তার অগোছালো জীবনধারণ। ওএলবিজিকে তিনি বলেন, নেইমার একজন মহাতারকা। তার সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
ফরাসি তারকা বলেন, ৩১ বছর বয়সী ফুটবলারের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি। আমার মনে হয় না, সে নিজেকে রেড ডেভিলদের সঙ্গে মানিয়ে নিতে পারবে। তবে তাকে নিতে হবে। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এইচএ