শিরোনাম
◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ◈ ড. ইউনুস একদিন আদালতে কেঁদে বলতে হবে ভুল হয়েছে: বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:০০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীমের ফিফটি, আয়ারল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 

শামীম পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শামীমের ব্যাটে ভর করে ১২৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। এতে ১২৫ রানের লক্ষ্য পায় আইরিশরা।

শুক্রবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৫ রানে লিটনকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর ৪ রান করে সাঁজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত। এদিন ইনিংস বড় করতে পারেনি রনি তালুকদার। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

দলকে চাপ মুক্ত করতে ব্যর্থ টাইগার অধিনায়ক। সাকিব ৬ এবং ১২ রান করে তাওহীদ হৃদয় ক্যাচ আউটে কাটা পড়েন। আইরিশ বোলারদের তোপে ৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। এরপরে ১০ রানে আরো দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে পিছিয়ে যায় বাংলাদেশ।

সবাই আশা যাওয়ার মাঝে থাকলেও পিচের ওপর প্রান্তে থিতু হন শামীম হোসেন পাটোয়ারী। তার নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে বাংলাদেশ শতক পূরণ করে। ৪০ বলে অর্ধশতক পূরণ করে শামীম। ১৯তম ওভারে ৪২ বলে ৫১ রান করে ক্যাচ আউট হলে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মার্ক অ্যাডায়ার। ম্যাথু দুইটি এবং বাকি সব বোলাররা একটি উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়