শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বড় ধরনের দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। দলের উদীয়মান ব্যাটার তিলক ভার্মাকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে নির্বাচক কমিটি, টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি অস্ত্রোপচার করানোয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাজকোটে তিলক ভার্মার টেস্টিকুলার টরশন সংক্রান্ত অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে এমন অস্ত্রোপচার হওয়ায় তার শারীরিক ফিটনেস ও ম্যাচ প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, তিলকের পুনর্বাসন প্রক্রিয়া সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তার খেলা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। ফলে বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের বড় সুযোগ হারাতে পারেন এই বাঁহাতি ব্যাটার।

এই পরিস্থিতিতে ভারতীয় নির্বাচকরা দ্রুত বিকল্প খেলোয়াড় নিয়ে ভাবনা শুরু করেছেন। প্রয়োজনে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনও আসতে পারে বলে জানা গেছে। তবে তিলকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে তিনি এক সপ্তাহের মধ্যেই হালকা অনুশীলনে ফিরতে পারেন। যদিও পূর্ণ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে।

ভারত তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আগামী ৭ ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচের আগে তিলককে পুরোপুরি সুস্থ করে তোলাই এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়