শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৩:০০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক: প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয় তুলে নিয়ে সিরিজ জিতেছে টাইগার যুবারা।

বৃহস্পতিবার আবু ধাবির টলেরেন্স ওভালে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনার মাহফুজুর রহমানের ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন আফগান ব্যাটাররা, অলআউট হয়েছে মাত্র ১৩৭ রানে। জবাবে ৪ উইকেট হারালেও ২৩.২ ওভারে জিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১৩৭ রানের জবাবে ব্যাটে নেমে ১৭ রান করে বিদায় নেন টাইগার ওপেনার আশিকুর রহমান। এরপর তিনে নামা জিশান আলমের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৫ রানের ইনিংস। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৫৩ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। আরিফুল ২২ ও রিজওয়ান করেন ৪৩ রান। এতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। 

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আফগান ব্যাটিং লাইনআপ। দলীয় ৫০ পেরোতেই ৪ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এর মধ্যে ৩ উইকেট নেন মাহফুজ একাই। ৬০ রানে ৫ উইকেট হারানো আফগানরা একশ ছাড়ায় মোহাম্মদ হারুন ও খালিদ তানিওয়ালের ৫৪ রানের জুটিতে ভর করে।

তবে একশ ছাড়ানোর পর অবারো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। পর পর দুই বলে খালিদ ও ফরহাদ ওসমানীকে বিদায় করে ৫ উইকেট পূরণ করেন মাহফুজ। শেষদিকে একই ওভারে ২ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দেন রাফি।

বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক মাহফুজ ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান খরচে নিয়েছেন ৬ উইকেট। এর আগে যুব ওয়ানডেতে এমন কীর্তি ছিল মাত্র একজন বাংলাদেশি বোলারের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা।  

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের যুবারা হেরে যায় আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে। তবে এরপর তারা থাকে জয়ের ধারায়। শ্রীলঙ্কাকে পরের দেখায় হারানোর পর আফগানদের হারায় টানা দুইবার। শেষবারের ম্যাচটি পরিণত হয়েছিল ফাইনালে। যা জিতে সিরিজ ঘরে তুললো বাংলাদেশ।  এর আগে এই আফগানদের বিপক্ষেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল যুবারা। রিপোর্ট: সাঈদুর রহমান 

এসআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়