শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৩:৫৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো ভারতে আয়োজনে অনড় আইসিসি

বাবর আজম-বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠী বলেছিলেন, তাদের দেশে এশিয়া কাপ খেলতে ভারত যাবে না। তারা তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। সে ক্ষেত্রে পাকিস্তান আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আমরা আমাদের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসাবে বাংলাদেশের নাম প্রস্তাব করেছি। ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানায়, আইসিসি পাকিস্তানের প্রস্তাব আমলে নেয়নি। 

এদিকে আইসিসির এক কর্মকর্তা ক্রিকেটের ওযেবসাইট ‘ক্রিকবাজ’কে বলেছেন, বোর্ড সভায় ভেন্যু হিসেবে বাংলাদেশের বিষয়ে কোন আলোচনা হয়নি। বোর্ড সদস্যরা ভারতে পূর্ণ আসর আয়োজনের সমর্থন দিয়েছেন। আমাদের মনোযোগ ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে। 

ক্রিকবাজ জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের বিষয়ে তারা বোর্ড সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। গত সপ্তাহে দুবাইতে হওয়া ওই সভায় এমন কথা হয়নি বলে জানিয়েছেন তারা। একজন বোর্ড সদস্য বলেছেন, কোনো একটা সভায়  ওই বিষয়ে আলাপ হয়ে থাকতে পারে। আমার উপস্থিতিতে এই বিষয়ে কোন কথা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে চেয়েছে এমন তথ্য তাদের কাছে নেই। পিসিবির এক কর্মকর্তা দাবি করেছেন, বোর্ড সভার পরে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ক্রিকইনফো দাবি করেছে, ভারতের হাইব্রিড এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দাবির প্রেক্ষিতে পাকিস্তান পাল্টা হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে তাদের বিশ্বকাপ ম্যাচ চেয়েছে। 

বিস্ফোরক মন্তব্য করেছেন পিসিবির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইসিসির বর্তমান ব্যবস্থাপক ওয়াসিম খান। তিনি বলেছেন, জানি না, ভিন্ন দেশে এখন বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা। তবে নিরপেক্ষ ভেন্যুর জোর সম্ভাবনা আছে। আমার মনে হয় না ভারতে গিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলতে চাইবে। আমার মনে হয়, এশিয়া কাপের মতো পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে হবে। - সমকাল

তবে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াসিম খান এই বিষয়ে মন্তব্য করার মতো কেউ নন। ওয়াসিম খানের এক হাত নিয়েছে ভারতীয় বোর্ড। বিসিসিআই’র এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ওয়াসিম খানের বিশ্বকাপ ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। তার পিসিবির নির্বাহীর মতো আচরণ বন্ধ করা উচিত। সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/একে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়