শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০২:৪০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে এখনো ছাড়পত্র দেয়নি বিসিবি: জালাল ইউনুস

সাকিব

নিজস্ব প্রতিবেদন: আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ চলছে চট্টগ্রামে। কিন্তু ক্রিকেট পাড়ায়  আলোচনা মূল কেন্দ্র সাকিব-লিটনের আইপিএলের অংশ গ্রহণ। দেশের খেলা রেখে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না এমন সিদ্ধান্তে অনড় বিসিবি। তবে মঙ্গলবার রাত থেকেই প্রচারিত হতে থাকে যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই সাকিব আল হাসানকে আইপিএল খেলতে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে বিসিবি। 

ঘটনার সত্যতা জানতে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করলে, ক্ষোপ প্রকাশ করেন তিনি। জালাল ইউনুস বলেন, কোনো একটা খবর ছড়ালেই সেটি নিয়ে আমাদের কথা বলতে হবে নাকি। যারা এনওসি দিয়ে সাকিবকে আইপিএলে  পাঠিয়ে দিচ্ছে, তাদেরই পাঠাতে বলুন না। 

তিনি আরো বলেন, সাকিব বা লিটনের কাউকেই আমরা এখন পর্যন্ত এনওসি দেইনি। শুধুমাত্র মুস্তাফিজকে দিয়েছি। কারণ ওর ব্যাপারটি আলাদা। সে টেস্ট খেলে না। 

আইরিশদের বিপক্ষে ৪-৮ এপ্রিলের ঢাকা টেস্ট খেলেই যেতে হবে সাকিব-লিটনকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি টেস্ট দল ঘোষণা হলেই জানতে পারবেন।

৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএলের পুরোটা খেলার জন্যই ছাড়পত্র চান সাকিব ও লিটন। আইপিএল চলাকালীন ঢাকায় টেস্ট ছাড়াও মে মাসের শুরুতে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে তিন ওয়ানডের সফরও আছে বাংলাদেশের। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়